ভারতীয় ক্রিকেট প্রধান দলের কোচের পদ হারানোর পর এবার অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন রবি শাস্ত্রি।
অনেকের মতে, অনেকটা অভিমান থেকেই পদত্যাগ করেছেন শাস্ত্রি। তবে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতীয় দলের কোচ হওয়া না হওয়ার সঙ্গে সাবেক টিম ডিরেক্টরের পদত্যাগের কোন সম্পর্ক নেই। কেননা, এর আগেই আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন শাস্ত্রি।
নতুন কাউকে সুযোগ করে দিতেই এ প্রশাসনিক পদ ছেড়েছেন বেশ কিছু দিন যাবত এ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করা ৫৩ বছর বয়সী শাস্ত্রি। ধারাভাষ্যকার হিসেবে নিজের অঙ্গীকার রক্ষার্থে জুন মাসের প্রথম সপ্তাহে লর্ডসে অনুষ্ঠিত কমিটির বৈঠকেও যোগ দেননি সাবেক ভারতীয় এ অলরাউন্ডার।
রিপোর্ট অনুযায়ী শাস্ত্রি মূলত ওই বৈঠকের আগেই পদত্যাগ করেছেন। ভারতীয় দলের নতুন কোচ কুম্বলে আইসিসির এ কমিটির চেয়ারম্যান এবং মিডিয়া কমিটির সদস্য ছিলেন শাস্ত্রি। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম এ সাবেক মুম্বাই ক্রিকেটার। জাতীয় দলের কোচ না হতে পেরে সৌরভ গাঙ্গুলি সম্পর্কে অশোভন মন্তব্যও করেছেন শাস্ত্রি। খবর- বাসস।
No comments:
Post a Comment