Tuesday, July 19, 2016
গুয়েতেমালার কারাগারে দাঙ্গা, নিহত ১৩
গুয়েতেমালার একটি কারাগারে দাঙ্গায় ১৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই দশক আগে এক রোমান ক্যাথলিক বিশপকে হত্যার জন্য দণ্ডপ্রাপ্ত এক সাবেক সেনা সদস্য রয়েছে। কারাগার সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাজধানীর বাইরে প্যাভন কারাগারে এ ঘটনা ঘটে। এ সময় কর্তৃপক্ষ কয়েদিদের নিরাপত্তা বেষ্টনীতে একটি গ্রেনেড ছুঁড়ে দেওয়ার পর এ সংঘর্ষ বাঁধে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস্কো রিভাস সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে বাইরন লিমা রয়েছে। সে ১৯৯৮ সালে বিশপ জুয়ান গেরারদিকে হত্যায় ভূমিকা রাখার জন্য দণ্ডপ্রাপ্ত ছিল। কয়েদিদের মধ্যে সংঘর্ষ চলাকালে সে নিহত হয়েছে। এর আগে বলা হয়েছিল, দাঙ্গায় দুইজন নিহত হয়েছে। রিভাস বলেন, ভয়াবহ এ অভ্যুত্থানের সঙ্গে গুয়েতেমালার মাদক সম্রাট মারভিন মন্টিয়েল ম্যারিন ওরফে এল তাকুয়েরোর সংশ্লিষ্টতা রয়েছে। ২০০৮ সালে নিকারাগুয়ার ১৫ ও নেদারল্যান্ডের এক নাগরিককে হত্যার জন্য তিনিও একই কারাগারে রয়েছেন।
Labels:
আন্তর্জাতিক,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment