Tuesday, July 19, 2016
একসঙ্গে তিন-তিনটি ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা করল উত্তর কোরিয়া
নিষেধাজ্ঞা উড়িয়ে ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করল উত্তর কোরিয়া। ভারতীয় সময়ের ভররাতে এই পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। জাপান সাগরের খুব কাছে এই মিসাইলগুলির পরীক্ষা করা হয় বলে জানা গিয়েছে। মিসাইলগুলির অত্যাধুনিক এবং আরও প্রযুক্তিসমন্ন বলে দাবী স্থানীয় সংবাদমাধ্যমের। একই সঙ্গে জানা গিয়েছে, প্রত্যেকটি মিসাইলের রেঞ্জ ৩০০ থেকে ৬০০ কিমির মধ্যে। নতুন করে সমালোচনার উড়িয়ে ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষায় উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন সামরিক পর্যবেক্ষকরা। কারণ, ইতিমধ্যে অত্যাধুনিক মিসাইল সিস্টেম থাড বসানো নিয়ে চুক্তি করেছে আমেরিকা-দক্ষিণ কোরিয়া। কোথায় এই থাড বসানো হবে সেই জায়গাও ইতিমধ্যে ঠিক করে ফেলেছে সিওল। আর তা ঠিক হতেই উত্তর কোরিয়া হুমকি দিয়েছিল এই জন্যে চরম ফল ভোগ করতে হবে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে। আর সেই হুমকি কয়েকদিনের মধ্যে তিন-তিনটি মিসাইলের সফল পরীক্ষা করল কিমের দেশ।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment