যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে মঙ্গলবার দলীয় সম্মেলনে প্রেসিডেন্ট পদে এ ধনকুবেরের প্রার্থিতা নিশ্চিত হয়। খবর লস অ্যাঞ্জেলস টাইমসের।
গত সোমবার থেকে ক্লিভল্যান্ডে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কুইকেন লোনস অ্যারেনায় ১৮ থেকে ২১ জুলাই চার দিনব্যাপী এ সম্মেলনের জন্য জড়ো হন সারা দেশের রিপাবলিকান নেতারা।
রিপাবলিকান সম্মেলনে প্রথম দিনেও প্রার্থী নিয়ে তুমুল বিতর্ক হয়। পরে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নই নিশ্চিত হয়। অবশ্য এর আগেই প্রাইমারিতে মনোনয়নের জন্য প্রয়োজনীয় এক হাজার ৫৪৩ ডেলিগেট নিশ্চিত করেন ট্রাম্প। এর পরও রিপাবলিকান দলের সম্মেলনে ট্রাম্প তুমুল বিরোধিতার শিকার হবেন বলে আশঙ্কা করা হয়েছিল।
জাতীয় সম্মেলনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রতিনিধিরা এক এক করে নিজেদের সমর্থনের কথা জানান। রিপাবলিকান সম্মেলনের নেতারা ভোট গুনে শেষ পর্যন্ত ট্রাম্পকেই মনোনয়ন দেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানায়, জাতীয় সম্মেলনে রিপাবলিকান দলের ভোটাভুটি প্রক্রিয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।
ওয়াশিংটন ডিসির রিপাবলিকান প্রতিনিধিরা ১০ ভোট দেন ফ্লোরিডার প্রার্থী মার্কো রুবিওকে, অপর ৯ ভোট দেয়া হয় জন কেইসিককে। তবে সম্মেলনের সেক্রেটারি বলেন, ১৯টি ভোটই পাচ্ছেন ট্রাম্প। ওয়াশিংটন ডিসির রিপাবলিকান ডেলিগেট চিপ নটিংহ্যাম এর বিরোধিতা করেন। এ রকম কিছু বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত ট্রাম্পের মনোনয়নই নিশ্চিত হয়।
Wednesday, July 20, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment