গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে বন্দুকধারীদের হামলার ঘটনায় ৭ জন জাপানি নিখোঁজ রয়েছেন।
শনিবার সকালে কমান্ডো অভিযানে একজন জাপানি নাগরিককে উদ্ধার করতে পারলেও বাকিদের খোঁজ পাওয়া যায়নি। খবর এনডিটিভির।
জাপান সরকারের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, হামলার সময় রেস্তোরাঁয় থাকায় ৮ জাপানির মধ্যে মাত্র একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হোটেলটিতে জিম্মি করা হয় দেশী-বিদেশী প্রায় ২৫ থেকে ৩০ জন নাগরিককে। পরে এদের মধ্যে ২০জনকে হত্যা করে বন্দুকধারীরা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment