ইরাকের মসুলে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) দুই শীর্ষ নেতা নিহত হয়েছে।
পিটার কুক নামে এক মার্কিন সেনা কমান্ডারের বরাত দিয়ে পেন্টাগন এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
২০১৪ সালে ইরাকের এ প্রদেশটি আইএসের কব্জায় চলে যায়। এরপর থেকেই সেখানে আইএসের সামরিক শাখার উপ-প্রধানের দায়িত্ব পালন করছিলেন ওই দুই শীর্ষ নেতা বাসিম মোহাম্মদ আহমাদ সুলতান আল-বাজারি ও হাতিম তালিব আল-হামদুনি।
পিটার কুক আরও জানান, সাবেক আল-কায়দা সদস্য বাসিম মোহাম্মদ মূলত মুসলে বিষ্ফোরক, আত্মঘাতী বোমা ও মাস্টার্ড গ্যাস দিয়ে হামলাকারী আইএস ব্যাটালিয়নের প্রধান ছিলেন। আর হাতিম ছিলেন মাসুলের সাবেক সামরিক পুলিশ প্রধান।
এরা দুজনই গত ২৫ জুন মার্কিন বাহিনীর বিমান হামলায় প্রাণ হারায় বলে জানান ওই মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র।
Saturday, July 2, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment