তুরস্কে প্রায় আট হাজার পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। গত শুক্রবারের ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এদের বরখাস্ত করা হয়।
দেশটিতে সামরিক, বেসামরিক ও বিচার বিভাগের কর্মকর্তাদের অব্যাহতি ও গ্রেফতার অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কের সরকারি সংস্থা থেকে 'ভাইরাস' উৎপাটন করার ঘোষণা দেন। সেই সঙ্গে অভ্যুত্থান পরিকল্পনাকারীদের সর্বোচ্চ সাজা দেয়ারও ঘোষণা দিয়ে রেখেছেন তিনি।
তুরস্কের পররাষ্ট্র দফতর বলছে, অভ্যুত্থান প্রচেষ্টায় মোট ২৯০ জন নিহত হয়েছে। এর মধ্যে একশ জনেরও বেশি রয়েছেন যারা অভ্যুত্থানে অংশ নিয়েছে।
ইস্তাম্বুলে অভ্যুত্থানে নিহতদের শেষকৃত্যানুষ্ঠানে শোকার্ত অংশগ্রহণকারীদের উদ্দেশে এরদোয়ান বলেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান থেকে আমরা ভাইরাস নির্মূল করার কাজ অব্যাহত রাখবো। কারণ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।
ব্যর্থ এই অভ্যুত্থানের পেছনে ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন রয়েছেন বলে এরদোয়ান ফের অভিযোগ করেন। একইসঙ্গে তাকে বহিষ্কারের জন্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তবে গুলেন এই অভিযোগ অস্বীকার করেন। এরদোয়ানের এক সময়ের সহযোগী ছিলেন গুলেন।
এদিকে এরদোয়ান মৃত্যুদণ্ড পুনর্বহালের বিষয়টি তুরস্ক বিবেচনা করবে বলে জানান। ইইউতে যোগ দেয়ার শর্ত পূরণের অংশ হিসেবে ২০০৪ সালে দেশ থেকে মৃত্যুদণ্ডের বিধান তুলে দিয়েছিল তুরস্ক। তবে ১৯৮৬ সালের পর থেকে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।


No comments:
Post a Comment