এ আপিলের আবেদন খারিজ করার কারণে তার পক্ষে আসন্ন রিও অলিম্পিকের অংশগ্রহণের আর কোন সুযোগ-ই রইলো না।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলাকালে শারাপোভার মূত্রে নিষিদ্ধ ঔষধ মেলডোনিয়ামের অস্তিত্ব পায় বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি- ওয়াডা। এর দ্বায়ে ১২ই মার্চ তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করে আইটিএফ।
পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল ও করেন তিনি। আপিল খারিজ হওয়ায় ২০১৮ সালেন ফ্রেঞ্চ ওপেনের আগে আর কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না শারাপোভা। আগস্টের ৫ তারিখে শুরু হচ্ছে রিও অলিম্পিকের এবারের আসর।
No comments:
Post a Comment