Social Icons

Thursday, September 29, 2016

ভারত-পাকিস্তান বিরোধ ও যুদ্ধের ইতিহাস

কাশ্মীরের উরিতে হামলার পর উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের সীমান্তজুড়ে। যুদ্ধে জড়িয়ে যাওয়ার পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি বৈঠক করছেন দু’দেশের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাকিস্তানের আকাশে উড়ছে বোমারু বিমান। দু’দেশ ফের যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা এটা বলা যাচ্ছে না, তবে এর আগে যতবারই যুদ্ধে জড়িয়েছে প্রতিবারই জয়-পরাজয়ের পরিবর্তে সমঝোতায় সুরাহা হয়েছে।

১৯৪৭: স্বাধীনতার বয়স তখন মাত্র দু’মাস। জম্মু-কাশ্মীরে ঢুকে পড়ল পাকিস্তানের মিলিশিয়া বাহিনী। কিছুদিন লড়াইয়ের পর অবস্থা কঠিন বুঝে রাজা হরি সিং ভারতের শরণাপন্ন হলেন। সই হল চুক্তি। এরপরই সম্মুখ সমরে নেমে পড়ে ভারতীয় এবং পাক সেনা। পরে জাতিসংঘের হস্তক্ষেপে ঘোষিত হয় যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির সময় সুবিধাজনক অবস্থায় ছিল ভারতীয় সেনা। ১৯৪৯ সালে জাতিসংঘের যুদ্ধবিরতি এবং ১৯৭২ সালে সিমলা চুক্তির ফলে কাশ্মীরের এক-তৃতীয়াংশ ভূখণ্ড চলে যায় পাকিস্তানের কব্জায়।

১৯৬৫: ঠাণ্ডা যুদ্ধের যুগ। কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টায় অপারেশন জিব্রাল্টারের পরিকল্পনা করে পাক সেনা। জবাবে পশ্চিম পাকিস্তানে হানা দেয় ভারতীয় বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল সবচেয়ে বড় লড়াই। ভারতীয় ট্যাঙ্ক, গোলন্দাজ বাহিনীর আক্রমণে নাস্তানাবুদ হয় পাক সেনা। সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার হস্তক্ষেপে ঘোষিত হয় যুদ্ধবিরতি। তাসখন্দ চুক্তি সই করে ভারত-পাকিস্তান। যুদ্ধবিরতির সময় পাক সেনার চেয়ে অনেক সুবিধাজনক জায়গায় ছিল ভারতীয় সেনা।

১৯৭১: স্বাধীনতাকামী পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের ওপর পাক সেনার মদদে নারকীয় অত্যাচার চালায় রাজাকার, আলবদর বাহিনী। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে শুরু করে উদ্বাস্তুরা। পাকিস্তানের সেনার সঙ্গে লড়াইয়ে মুক্তিবাহিনীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ইন্দিরা গান্ধী। উত্তর ভারতে পাক সেনা বোমাবর্ষণ শুরু করলে ভারতীয় সেনা সরাসরি যুদ্ধে নেমে পড়ে। মাত্র তেরো দিনের লড়াইয়ে আত্মসমর্পণে বাধ্য হয় পাক সেনা। মুছে যায় পূর্ব পাকিস্তান। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।

১৯৯৯: জম্মু-কাশ্মীরের কার্গিলে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশকারীদের সঙ্গেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে পাক সেনা। পরমাণু শক্তিধর দুই দেশ এই প্রথম জড়িয়ে পড়ে সীমিত যুদ্ধে। শুরু হয় অপারেশন বিজয়। ভারতীয় সেনার পরাক্রমে আবার নিয়ন্ত্রণ রেখায় ফিরে যেতে বাধ্য হয় পাক সেনা। বিদেশী হানাদারদের হাত থেকে দখলমুক্ত হয় কার্গিল।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates