ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্ম্পকন্নোয়নে তারা আশাবাদী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।
কলম্বিয়া ও বিদ্রোহী গোষ্ঠী ফার্কের মাঝে চুক্তি স্বাক্ষরের পর কলম্বিয়ারর উপকূলবর্তী শহর কার্তেজেনায় জন কেরির সঙ্গে বৈঠক করেন মাদুরো। সেখানে ৪০ মিনিট ধরে তাদের বৈঠক চলে।
মাদুরো বলেন, ‘আমি প্রার্থনা করি যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়।’
১৯৯৯ সালে হুগো শ্যাভেজ ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের মধ্যে শীতল সম্পর্কের শুরু হয়। কিউবা ও ভেনিজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরি সম্পর্ক চলতে তাকে। ইতোমধ্যে কিউবার সঙ্গে বরফ গলতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের। এবার ভেনিজুয়েলার সঙ্গেও সম্পোর্কন্নয়নের পথে।
বর্তমানে অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে ভেনিজুয়েলা। মার্কিন সরকার জানায়, ‘মাদুরোর সঙ্গে ভেনিজুয়েলার অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেছেন জন কেরি।
এদিকে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ডেমোক্রেট প্রার্থী হিলারী জিতলে ‘যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার মতো হয়ে যাবে।’
একথার প্রেক্ষিতে ট্রাম্পকে চোর-ডাকাত বলে সম্বোধন করেন মাদুরো। রয়টার্স
No comments:
Post a Comment