মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরাইলের প্রবীণ প্রেসিডেন্ট শিমন পেরেজকে একজন বন্ধু হিসেবে উল্লেখ করে তার প্রশংসা করে বলেন, তিনি কখনও শান্তির সম্ভাবনার আশা পরিত্যাগ করেননি। উল্লেখ্য, পেরেজ বুধবার তেল আবিবে মারা যান।
ওবামার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বুধবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বের কিছুসংখ্যক লোক যারা মানবেতিহাসের ধারাকে পাল্টে দেন কেবল তাদের ভূমিকার মাধ্যমে নয় বরং আমাদের নৈতিক কল্পনাকে বিস্তৃত করে, আমার বন্ধু শিমন পেরেজ তেমনই একজন ব্যক্তিত্ব।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের নিরাপত্তা ও শান্তি অণে¦ষণে পেরেজের যে অঙ্গীকার তা ছিল তার অনড় নৈতিক ভিত্তি ও অপরিমেয় আশার মধ্যে প্রোথিত। আর তাই তিনি ইসরাইল, ফিলিস্তিন ও ইসরাইলের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তির সম্ভাবনার আশা কখনও পরিত্যাগ করেননি।
এছাড়া পেরেজের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানইয়াহু। রয়টার্স
No comments:
Post a Comment