৪-৪ গোলে ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচটা। বাংলাদেশ এবং ভারত দুই দলই পেনাল্টি শ্যুটআউটের অপেক্ষায়। তিন সেকেন্ড বাকি থাকতে ভারত পঞ্চম গোল করল। শুক্রবার ভারত ৫-৪ গোলে বাংলাদেশকে হারিয়ে বেক্সিমকো এশিয়া কাপ যুব হকিতে চ্যাম্পিয়ন হলো।
শেষ তিন সেকেন্ড ঠেকাতে পারলেও বাংলাদেশ ম্যাচটা ৪-৪ গোলে ড্রয়ে শেষ করতে পারতো। পেনাল্টি শ্যুটআউটে গিয়ে ভাগ্যটা নির্ধারণ হতো। কিন্তু হলো না। যুব এশিয়া কাপ হকিতে গ্রুপের প্রথম ম্যাচেই বাংলাদেশ ৫-৪ গোলে হারিয়েছিল ভারতকে। সেই ভারত ফাইনালে উঠে বাংলাদেশকে একই ব্যবধানে, ৫-৪ গোলে হারিয়ে ফাইনাল জিতল। আগের ম্যাচের প্রতিশোধ নিল।
বাংলাদেশের তুলনায় ভারত অনেক বেশি এগিয়ে থাকলেও কালকের ফাইনালে বাংলাদেশই গোল করে দুই বার এগিয়ে গিয়েছিল। দুই বার পিছিয়ে গিয়েও গোল করে পেছন থেকে এসে স্কোর লাইন সমান করেছিল। এমন সুযোগ পেয়েও বাংলাদেশ জয়ের বন্দরে নোঙ্গর করতে পারেননি।
বাংলাদেশের শক্তি পেনাল্টি কর্নার। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ এবং ওমান আর সেমিফাইনালে চাইনীজ তাইপের বিপক্ষে পেনাল্টি কর্নারগুলো কাজে লাগিয়েছে। ভারত সেটা জানে। প্রথম ম্যাচের পরই ভারতের কোচ কারিয়াপ্পা বলেছিলেন বাংলাদেশের পেনাল্টি কর্নারই ম্যাচটার পার্থক্য গড়ে দিয়েছে। সেটা জানে বলেই ফাইনালে বাংলাদেশ যেন পেনাল্টি কর্নার আদায় করতে না পারে সেদিকে কড়া নজর রেখেছিল। বাংলাদেশের খেলোয়াড়রা আক্রমণে গিয়েও পেনাল্টি কর্নার আদায় করতে পারছিল না। ভারত সব সময় অধিকতর সর্তক ছিল। এখানেই বাংলাদেশের অস্ত্র ভোতা করে দিয়েছে ভারত। এরপরও বাংলাদেশ তিনটা পেনাল্টি কর্নার পেলেও গোল হয়েছে মাত্র একটা।
ম্যাচের ২০ মিনিটে বাংলাদেশের গোল পায় প্রথম গোর করেন অধিনায়ক রোমান সরকার ১-০। পাল্টা আক্রমণে গোল শোধ করেন ভারতের শিবার আনন্দ ১-১। ৩৪ মিনিটে মহসিনের গোলে বাংলাদেশ দ্বিতীয়বার এগিয়ে যায় ২-১। দ্বিতীয়ার্ধে নেমেই, ৪৩ মিনিটে হাদিক সিং গোল করে সমতা আনেন ২-২। কনজেংবামসিংয়ের গোলে এগিয়ে যায় ভারত ৩-২।
৬০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুলের গোলে আবার সমতা আসে বাংলাদেশের ৩-৩। বাজে গোল হজম করায় ২ মিনিট পর আবার ভারত এগিয়ে যায় কনজেংবামসিংয়ের গোলে ৪-৩। আশরাফুলের হিট পেলত আসলে রিভার্স হিটে মাহবুব হোসেনের গোলে আবারও সমতা আনে বাংলাদেশ ৪-৪। তুমুল উত্তেজনা চলছে মাঠে। বাংলাদেশের দুর্বলতার সুযোগ নেয় ভারত। তিন সেকেন্ড বাকি। বাংলাদেশ গোল হজম করে ৪-৫ গোলে ভারতের কাছে হেরে যায়।
No comments:
Post a Comment