Friday, September 23, 2016
পাকিস্তানি শিল্পীদের পিটিয়ে ভারত ছাড়া করার হুমকি
ভারতে কর্মরত পাকিস্তানি শিল্পীদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের আল্টিমেটাম দিয়েছে ভারতীয় কট্টরবাদী শিবসেনার অঙ্গ সংগঠন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস'র।
এমএনএস নেতা এমি কোপকার বলেন, আমরা পাকিস্তানি অভিনেতা ও শিল্পীদের ৪৮ ঘণ্টা সময় বেধে দিচ্ছি, এর মধ্যে যদি তারা ভারত ত্যাগ না করে তাহলে তাদের পিটিয়ে বের করে দেয়া হবে।
পাকিস্তানি শিল্পীদের অভিনয়ের সুযোগ করে দিলে ভারতীয় প্রযোজক ও পরিচালকদেরও পেটানোর হুমকি দেন এই নেতা।
তিনি বলেন, পাকিস্তানি শিল্পীদের তো পিটিয়ে বের করবই। সঙ্গে এদের অভিনয় ও কাজের সুযোগ করে দেয়া প্রযোজক-পরিচালকগুলোকেও পেটানো হবে।
গত সপ্তাহে কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ভারতের ১৮ সেনাসদস্য নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। এর জের ধরেই এমএনএস'র তরফ থেকে এ হুমকি আসলো।
এদিকে রাজ্যসভায় শিবসেনার প্রতিনিধি সঞ্জয় আউত দাবি করেছেন, পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্কই রাখা উচিৎ না।
তিনি বলেন, ‘আমরা বৈশ্বিকভাবে পাকিস্তানিদের নিষিদ্ধের কথা বলছি। তাহলে আমরা কেন তাদের সঙ্গে কথা বলা অব্যাহত রেখেছি? আমরা কেন কূটনৈতিকভাবে নমনীয় হচ্ছি? জাতি হিসেবে পাকিস্তানের সঙ্গে আমাদের সব ধরনের সম্পর্ক দ্রুত বিচ্ছিন্ন করতে হবে।’
এ ধরনের হুমকির ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। সংগঠনটির পক্ষ থেকে এর আগেও এ ধরনের হুমকি প্রদানের ঘটনা ঘটেছে।
এর আগে শিবসেনার হুমকির মুখে মুম্বাইয়ে আয়োজিত পাকিস্তানি গজল শিল্পী গুলাম আলীর কনসার্ট বাতিল করা হয়।
টি২০ বিশ্বকাপের সময় ভারত-পাকিস্তানের একটি ম্যাচও তাদের কারণে বাতিল করা হয়।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment