সামরিক শক্তির দিক দিয়ে সম্পূর্ণ পরাজিত হওয়ার পথে রয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি কর্মকাণ্ড বিশ্লেষক ফিরাস আবি আলি বিবিসিকে জানিয়েছেন, ২০১৭ সালের মধ্যে পরাজিত হবে জঙ্গি সংগঠনটি।
মার্কিন জোটের বিমান হামলায় জর্জরিত আইএস আগামী ১২ মাসের মধ্যেই সামরিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মনে করেন তিনি। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে তিনি বলেন, আইএস সামরিকভাবে পরাজয়ের সামনে রয়েছে। হয়তো ২০১৬ সালের মধ্যে সেটি হবে না, তবে ২০১৭ সালের শেষদিকে তারা সম্পূর্ণ পরাস্ত হবে।
তিনি যোগ করেন, মার্কিন বিমান হামলা আইএসকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামরিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে বিমান হামলা সমর্থিত আক্রমণের সামনে আইএসের টেকার কোনো সুযোগই নেই। কোবানি শহর কুর্দিদের পুনর্দখল করতে অনেক সময় লাগছে। যুদ্ধের গতিপথ পরিবর্তিত হয়ে গেছে, কুর্দিরা এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আধুনিক প্রযুক্তি তাতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আইএস সাম্প্রতিক সময়ে অনেক ভূখণ্ড হারিয়েছে। মার্কিন জোট সমর্থিত বিমান হামলায় ইরাকি সেনাবাহিনী শিরকাত শহর পুনর্দখল করতে সক্ষম হয়। ফিরাস আবি আলি বলেন, আইএস ভূখণ্ড হারালেও তাদের মতবাদ ধরে রাখবে বলে ঘোষণা দিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট।
No comments:
Post a Comment