ছিলেন ডিশ ওয়াশার। হয়েছেন ধনকুবের। ধনীতম আমেরিকানদের মধ্যে একজন। তিনি শাহিদ খান বা শাদ খান। পাকিস্তান থেকে তিনি আমেরিকা গিয়েছিলেন ১৬ বছর বয়সে। এখন ৬৬ বছর বয়সে তিনি শাসন করছেন মার্কিন অর্থনীতি। মোট সম্পত্তি ৬ বিলিয়ন ডলারেরও বেশি। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪৬ হাজার ৮২৬ কোটি ৪৭ লক্ষ টাকা।
লাহোরে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম শাহিদের। বাবা ছিলেন ব্যবসায়ী। মা গণিতের অধ্যাপিকা। ১৯৬৭ সালে ১৬ বছরের শাহিদ পাড়ি দেন আমেরিকা | ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে।পরে পাশ করেন মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ছাত্রজীবনের শুরুতে শাহিদ আমেরিকার রেস্তোরাঁয় বাসন মাজার কাজ করতেন। পারিশ্রমিক ছিল ঘণ্টাপিছু ১.২০ ডলার। থাকতেন হোস্টেলে।
ইঞ্জিনিয়ারিং পাশ করে শাহিদ চাকরিতে যোগ দেন ইলিনয়ের Flex-N-Gateসংস্থায়। আজ তিনি এই সংস্থার মালিক। গাড়ির যন্ত্রাংশ বানায় তাঁর সংস্থা। এছাড়াও তাঁর মালিকানায় আছে National Football League বা NFL-এরJacksonville Jaguars এবং English Football League Championship-এর দল Fulham F.C.।
ধূমকেতুসম রূপকথার উড়ানের পরে শাহিদকে ফোর্বস পত্রিকা বলেছে তিনি গোটা আমেরিকার স্বপ্নের প্রতীক বা সমার্থক।
Thursday, September 29, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment