হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান বলেছেন, ইউরোপে ঢোকার আগে আফ্রিকান অভিবাসন প্রত্যাশীদের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য লিবিয়ার উপকূলে একটি ‘বড় শরণার্থী নগরী’ গড়ে তোলা উচিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)।
তিনি লিবিয়া সরকার পরিচালিত একটি নতুন শরণার্থী শিবিরও গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। তিনি অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।ভিয়েনায় ইউরোপ ও বলকান নেতাদের এক সম্মেলনে একথা বলেন তিনি ।
অরবান বলেন, ইইউ’র উচিত তাদের বাইরের সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া। তিনি দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্ত বন্ধ করে দিয়ে সেখানে ধারালো তারের বেড়া দিয়েছেন এবং পাহারায় ডগ স্কোয়াড নিয়োজিত করেছেন।
তিনি লিবিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লিবিয়ান লিবারেশন আর্মিকে পশ্চিমা সহায়তা দেয়ার আহবান জানিয়েছেন। লিবিয়ান লিবারেশন আর্মি এর আগে ফ্রি লিবিয়ান আর্মি নামে পরিচিত ছিলো।
চলতি বছর ইউরোপে যাওয়ার আশায় তিন লাখ অভিবাসন প্রত্যাশী ভূ-মধ্যসাগর অতিক্রম করেন। এর মধ্যে এখন পর্যন্ত সাড়ে তিন হাজার শরণার্থীর মৃত্যু হয়েছে।
এএফপি
No comments:
Post a Comment