চীনের মূল ভূ-খন্ডে টাইফুন মেগির আঘাতে একজন মারা গেছে। বুধবার সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়। তাইওয়ানে আঘাত হানার পর এটি চীনে আঘাত হানলো। সেখানে এর আঘাতে চারজনের মৃত্যু হয়।
চীনের সরকারি বার্তা সংস্থা জানায়, ঘন্টায় ১শ ২০ কিলোমিটার বেগে মেগি চীনে আঘাত হানে। এর প্রভাবে সেখানে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। চীনের উপকূলীয় ফুজিয়ান প্রদেশের স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এতে আকস্মিক বন্যায় একজনের মৃত্যু হয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়া জানায়, মেগির আঘাতের কারণে এ প্রদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ট্রেন সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে।
উল্লেখ্য, তাইওয়ানে এ ঝড়ের আঘাতে অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। সেখানে এর প্রভাবে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ রয়েছে। এএফপি
No comments:
Post a Comment