ভিয়েতনামের কেন্দ্রীয় তানহ হোয়া প্রদেশে বহু বছর পুরনো একটি ব্রোঞ্জের ড্রাম উদ্ধার করা হয়েছে। বিজ্ঞানীদের দাবি, দুই থেকে আড়াই হাজার বছরের পুরনো এই ড্রামটি।
সম্প্রতি প্রদেশের একটি ঐতিহাসিক স্থানের পাশ থেকে ড্রামটি উদ্ধার করা হয়। ২০১১ সালে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ‘সিটাডেল অব হো ডাইনেস্টি’ থেকে জেলার দূরত্ব এক কিলোমিটারের খানিক বেশি।
খ্রিস্ট জন্মের ৬শ’ বছর পূর্বে অথবা তৃতীয় শতকের আগে ভিয়েতনামের রেড রিভায় উপত্যকায় ডং সং সংস্কৃতিতে মানুষজন এ ধরনের ড্রাম তৈরি করতো।
ঘর নির্মাণের সময় ভিন লক জেলার এক বাসিন্দা ড্রামটির সন্ধান পান। মূল্যবান ও অত্যাধুনিক সাজসজ্জার ব্রোঞ্জের ড্রামটি ‘হিগার আই’ টাইপের। তবে অরক্ষিত অবস্থায় থাকার কারণে এর কিছু অংশ ভেঙে গেছে। ড্রামটি প্রস্থে ৫৯ সেন্টিমিটার এবং উচ্চতায় ৪৩ সেন্টিমিটার।
No comments:
Post a Comment