সম্প্রতি ভারতের প্রভাশালী এক গণমাধ্যমে একটি তথ্য প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ভারতের দিকে ১১০টি থেকে ১৩০টির মতো পরমাণু বোমা তাক করে রেখেছে পাকিস্তান। প্রতিবেশির পরমাণু শক্তি নিয়ে এমনিতেই চিন্তিত ভারত। সেই চিন্তাটা নিশ্চয় আরো বেড়ে যাবে এবার।
ভারতীয় গণমাধ্যমটির তথ্যের সূত্র মার্কিন কংগ্রেসের স্বশাসিত শাখার একটি প্রতিবেদন। সেই প্রতিবেদনই মূলত এই দাবিটি করা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসলামাবাদ সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকে যে, নয়াদিল্লি তাদের উপর সামরিক হামলা চালাতে পারে। সেটা রোধ করতেই ভারতের দিকে এতোগুলো পরমাণু বোমা তাক করে রেখেছে পাকিস্তান।
কিছুদিন আগে শাহিন-থ্রি নামের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা করে পাকিস্তান। সেটার সফল পরীক্ষার পর জানানো হয়েছে দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যেও আঘাত হানতে পারবে শাহীন। সে হিসেবে ভারতের অনেক শহর ও ক্ষেপণাস্ত্রের সামর্থের মধ্যে আছে।
Thursday, September 29, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment