উত্তর ব্রাজিলের এক গুহায় ৩৩ ফুট লম্বা অ্যানাকোন্ডার সন্ধান পাওয়া গেছে। সাপটিকে বিশ্বের সব থেকে বড় বলে দাবি করা হচ্ছে। একে আবিষ্কার করেন একদল নির্মাণকর্মী। যদিও উদ্ধার করার আগেই বিস্ফোরণে সাপটির মৃত্যু হয়েছে।
উত্তর ব্রাজিলের আলতামিরায় নির্মাণ কাজের জন্য একটি বিশাল পাথরে বিস্ফোরণ ঘটান শ্রমিকরা। পাথর টুকরো টুকরো হয়ে যেতেই নীচে দেখা যায় বিশাল অ্যানাকোন্ডা, যার দৈর্ঘ্য প্রায় ৩৩ ফুট, ওজন ৪০০ কিলোগ্রামের কাছাকাছি।
মৃত সাপটিকে সরাতে ক্রেন ডাকতে হয় শ্রমিকদের।
বিশেষজ্ঞরা বলছেন, এখনো পর্যন্ত বিশ্বে এত বড় সাপ দেখেননি কেউ। এর আগে দীর্ঘতম সাপের দেখা মিলে মার্কিন যুক্তরাষ্ট্রে, যার দৈর্ঘ্য ছিল ২৫ ফুট ২ ইঞ্চি। তাকেও ছাপিয়ে গেল আমাজনের এই সাপ।
No comments:
Post a Comment