Social Icons

Friday, September 30, 2016

'দক্ষিণ চীন সাগরে আগুন নিয়ে খেলছে জাপান'

জাপান দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়ে এ অঞ্চলে কার্যক্রম বৃদ্ধির পরিকল্পনা করে আগুন নিয়ে খেলছে। এমন হলে আমরাও নীরব দর্শকের মত বসে থাকব না। গত বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক মাসিক সংক্ষিপ্ত বিবৃতিতে সাংবাদিকদের এসব কথা বলেন। -খবর রয়টার্সের।
 
চীন বরাবরই এ সাগরে তাদের একচ্ছত্র আধিপত্যের কথা জানান দিয়ে আসছে। দেশটি এ সাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্র জাপানের হস্তক্ষেপের নিন্দা করেছে। এ মাসে ওয়াশিংটন সফরে গিয়ে জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এ অঞ্চলে তারা সংহতি বাড়িয়ে তুলতে কাজ করছেন বিশেষ করে ফিলিপাইন ও ভিয়েতনামের সঙ্গে তাদের মিত্রতা শক্তিশালীকরণে নজর দিয়েছে।
 
এ ঘটনার প্রতিক্রিয়ায় চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং ইউজুন বলেছেন, জাপান নিরবধি দক্ষিণ চীন সাগরে কার্যক্রম বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। এটা তারা করছে নিজেদের স্বার্থেই। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে পারি, তারা ভুল করছে। আমাদের এখতিয়ারভুক্ত এলাকায় তারা যৌথ টহল বা মহড়া চালালে আমাদের সামরিক বাহিনী অলস বসে থাকবে না বা চেয়ে চেয়ে দেখবে না। তারা আসলে আগুন নিয়ে খেলা করছে, বলেন এ মুখপাত্র। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates