নাইজেরিয়ায় খাদ্যাভাবে প্রায় ৭৫ হাজার শিশু মৃত্যুঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গি সংগঠন বোকো হারামের দখল থেকে মুক্ত হওয়ার পর খাদ্যাভাবে রয়েছে অনেক মানুষ। অতিদ্রুত সেখানে সাহায্য না পৌছালে ৭৫ হাজার শিশু মারা যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক এই সংগঠনটি।
দেশটিতে বোকো হারামের তাণ্ডবে অন্তত ১৫ হাজার মানুষ নিহত হয়েছে এবং ২০ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। ইতোমধ্যে সেখানে ত্রাণ পাঠানোর চিন্তা করছে জাতিসংঘ। ইউনিসেফের মুখপাত্র প্যাট্রিক রোজ বলেন, বোর্নো, ইউবো ও আদামাওয়ায় ৭৫ হাজার শিশু মৃত্যুঝুঁকিতে রয়েছে।
এছাড়া ওই তিন রাজ্যে পাঁচ বছরের নিচে প্রায় ৪০ লাখ শিশু স্বাস্থ্য সমস্যায় ভুগছে।
ইউনিসেফ জানিয়েছে তারা সেখানে মানবিক সহায়তা বাড়াবে। স্বাস্থ্যগত সমস্যা দূর করতে ও খাদ্যাভাব পূরণে ১১৫ মিলিয়ন ডলার সহায়তার সিদ্ধান্ত হয়েছে। যা আগের চেয়ে (৫৫ মিলিয়ন ডলার) প্রায় দ্বিগুণ। রয়টার্স
No comments:
Post a Comment