নাইজারে একটি বিমানঘাঁটি নির্মাণে ৫০ কোটি ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে ড্রোন ওড়ানো যাবে। দেশটির রাজধানীতে মার্কিন বাহিনী রয়েছে। তারা বর্তমানে জঙ্গি বিরোধী অভিযানে ফরাসী বাহিনীর সঙ্গে তাদের একটি বিমান ঘাঁটি ব্যবহার করছে।
পেন্টাগনের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন বিমানঘাঁটি নির্মাণে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। একটি গণমাধ্যমের অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে, তাদের প্রাপ্ত নথিতে দেখা গেছে- আফ্রিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হিসেবে বিবেচনা করা হচ্ছে বিমান ঘাঁটিটিকে। আগাদেজ শহরের এই বিমান ঘাঁটি থেকে সহজে লিবিয়া, মালি এবং নাইজেরিয়ায় জঙ্গিদের ওপর ড্রোন হামলা চালানো যাবে। ২০১৭ সালে এর কাজ সম্পন্ন হবে।
যেখানে পাইলটচালিত যুদ্ধবিমান পাঠানো বেশি ঝুঁকিপূর্ণ মনে করে মার্কিন বাহিনী সেখানে তারা বোমা নিক্ষেপ কিংবা গোয়েন্দাগিরির জন্য ড্রোন ব্যবহার করে। -বিবিসি
No comments:
Post a Comment