মেক্সিকোর একটি নদী থেকে ১২টি মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। নদীটি একটি লেকের কাছে অবস্থিত। লেকটি মার্কিন পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বৃহস্পতিবার দুটি মাদক চক্রের মধ্যে সহিংসতায় এই ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।
জালিস্কো রাজ্যের প্রধান প্রসিকিউটর এডুয়ার্ডো আলমাগুয়ের বলেন, বৃহস্পতিবার বিকেলে লার্মা নদীতে তিনটি মৃতদেহ পাওয়া গেছে। এর আগে সপ্তাহের প্রথম তিন দিনে আরো ৯টি মৃতদেহ পাওয়া যায়।
আলমাগুয়ের সাংবাদিকদের বলেন, ‘লার্মা নদী ও লেক চাপালার কাছে ১২টি মৃতদেহ পাওয়া গেছে।’ কিভাবে এরা মারা গেছে সে সম্পর্কে তিনি কিছু জানাননি।
তিনি বলেন, ‘এই ৯টি মৃতদেহে সহিংসতার চিহ্ন রয়েছে।’
এক পুলিশ কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে অন্তত দুজনের দেহে গুলির জখম রয়েছে। অপর দুটি মৃতদেহ পচে বিকৃত হয়ে গেছে।
মৃতদেহগুলো জাম্যাই পৌর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এটি একটি মাছ ধরার এলাকা। মাদক চক্র জালিস্কো নিউ জেনারেশন ও অন্যান্য সহিংস অপরাধ চক্রগুলো মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে ব্যাপক সহিংসতা চালাচ্ছে। এএফপি
No comments:
Post a Comment