জাপানে একটি পুরানো দুর্গে প্রাচীন রোমান আমলের মুদ্রা পাওয়া গেছে। এই প্রথমবারের মতো দেশটিতে প্রাচীন রোমান যুগের মুদ্রা পাওয়া গেল বলে জানিয়েছে জাপানের প্রত্নতত্ত্ববিদরা।
জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া দ্বীপের ওই দুর্গ থেকে গবেষকরা ৩০০-৪০০ খ্রিস্টাব্দের ১০টি ব্রোঞ্জ ও তামার মুদ্রা আবিষ্কার করেন।
প্রত্নতত্ত্ববিদ হিরোকি মিয়াজি বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রথমে আমরা ভেবেছিলাম এগুলো বিমান থেকে মার্কিন সৈন্যদের পড়ে যাওয়া এক সেন্ট মূল্যমানের মুদ্রা। তবে পানি দিয়ে ধোয়ার পর বুঝলাম, এটা আরো আগের মুদ্রা।
কয়েকটি মুদ্রায় রোমান হরফ লেখা রয়েছে এবং এতে সম্ভবত সম্রাট প্রথম কনস্ট্যানটাইন ও বর্শা হাতে এক সৈন্যের ছবি খোদাই করা রয়েছে।
এছাড়া আরো বেশ কয়েকটি মুদ্রা পাওয়া গেছে এবং এগুলো সতেরো শতকের অটোম্যান সম্রাটের সময়কালের বলে ধারণা করা হচ্ছে। খবর: এএফপি।
No comments:
Post a Comment