Social Icons

Wednesday, September 21, 2016

তাসকিনকে নিয়ে দ্বিধায় নির্বাচকরা

এমনিতে তাসকিন আহমেদের জাতীয় দলে না থাকার কোনো কারণ নেই। তার ইনজুরিও নেই এখন।  সমস্যা হলো, এই ফাস্ট বোলারের বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল এখনও হাতে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এ মাসেই অস্ট্রেলিয়ায় পরীক্ষা দিয়ে আসা তাসকিন আহমেদকে তাই দলে রাখা নিয়ে সংশয়ে আছেন জাতীয় দলের নির্বাচকরা। 
 
বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করে ফেলার কথা। বুধবার রাত পর্যন্ত ফলাফল পায়নি ক্রিকেট বোর্ড। ফলাফল না পেলে যে দলে তাসকিনকে রাখা যাবে না, সেটা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও বললেন, ‘ওর ফলাফল তো পেতে হবে। আমরা এখনও সেটা পাইনি। অপেক্ষা করছি। ইতিবাচক ফলাফল না পেলে তাকে তো মাঠে নামানো যাবে না।’
 
বোর্ড আশা করছে, আজকের মধ্যে ফলাফল এসে যাওয়ার কথা। বোর্ডের কিছু সূত্রমতে তারা এক ধরণের ইতিবাচক আভাসও পেয়েছেন তাসকিনের ব্যাপারে। যে কারণে আজও ফলাফল না এলেও তাসকিনকে রেখেই দল ঘোষণা করে দেওয়া হতে পারে। তারা মনে করছেন, তাসকিনের অ্যাকশন বৈধই ঘোষণা হতে যাচ্ছে। তবে নিতান্তই তা না হলে হোম সিরিজ বলে যখন-তখন তার পরিবর্তনও নিতে পারবে দল। 
 
গত ৯ মার্চ ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে স্পিনার আরাফাত সানি ও পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন সন্দেহজনক দাবী করেন ম্যাচ কর্মকর্তারা। তাদের রিপোর্টের পর ১২ মার্চ আরফাত সানি ও ১৫ মার্চ তাসকিন আহমেদ চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয় ল্যাবরোটরিতে অ্যাকশনের পরীক্ষা দেন। 
 
১৯ মার্চ বিকেল আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানি ও তাসকিনকে সব ধরণের বোলিং থেকে নিষিদ্ধ করে। আইসিসি বলেছেন, চেন্নাইয়ে অনুষ্ঠিত পরীক্ষায় আরাফাত সানির প্রায় সব ডেলিভারি বৈধ সীমার ওপরে বলে দেখা গেছে। তাসকিনের ক্ষেত্রে কিছু কিছু ডেলিভারি অবৈধ বলে জানিয়েছে আইসিসি। নির্দিষ্ট কোন ডেলিভারি নিয়ে অভিযোগ না তোলায় নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য আবেদন করে বিসিবি। কিন্তু বিসিবির সেই আবেদন খারিজ করে দেয় আইসিসি। 
 
এরপর অল্প-বিস্তর ঘরোয়া ক্রিকেট খেলার পাশাপাশি প্রায় ছয় মাস ধরে নিজেদের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন তাসকিন ও আরফাত সানি। এর মধ্যে বোলিং কোচ হিথ স্ট্রিক হঠাৎ চলে যাওয়ায় দু জনেরই দেখভালে একটু সমস্যা হচ্ছিলো। পরে বোর্ডের গঠিত বোলিং অ্যাকশন রিভিউ কমিটি দু জনের অ্যাকশন ভিডিও করে মনে করেন, উন্নতি হয়েছে সন্তোষজনক। তারপর পরীক্ষার আবেদন করলে আবার তারিখ নির্ধারিত হয় ৮ সেপ্টেম্বর। 
 
অস্ট্রেলিয়ার ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে পরীক্ষার দেওয়ার উদ্দেশ্যে গেল ছয় সেপ্টেম্বর দেশ ছাড়েন এই দুই বোলার। নির্ধারিত ৮ তারিখে সকালে অস্ট্রেলিয়ায় বোলিং অ্যাকশনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে একই দিনে পরীক্ষা দেন সানি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates