আকিলাহ হুমা -ওয়ার্ল্ড নিউজ বি বি -
..............................
১৫০০ সালে পর্তুগিজ অভিযাত্রী পেদ্রু আলভারেজ কাবরাউয়ের ব্রাজিলে এসে পৌঁছানোর পর থেকে ১৮১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রাজিল ছিলো একটি পর্তুগিজ উপনিবেশ। ১৮১৫ সালে এটি যুক্তরাজ্য, পর্তুগাল, ও আলগ্রেভিজের সাথে একত্রিত হয়ে একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গঠন করে। মূলত ১৮০৮ সালেই ব্রাজিলের ‘পর্তুগিজ উপনিবেশ’ পরিচয়ে ফাটল ধরে, কারণ নেপোলিয়নের পর্তুগাল আক্রমণের রেশ ধরে পর্তুগিজ সাম্রাজ্যের কেন্দ্র লিসবন থেকে ব্রাজিলের রিও দি জানেইরুতে সরিয়ে নওয়া হয়। ১৮২২ সালে ব্রাজিল, পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। প্রাথমিক ভাগে এটি ব্রাজিলীয় সাম্রাজ্য হিসেবে সার্বভৌমত্ব অর্জন করলেও ১৮৮৯ সাল থেকে এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে শাসিত হয়ে আসছে। ১৮২৪ সালে ব্রাজিলের প্রথম সংবিধান পাশ হওয়ার পর থেকে দেশটিতে দুই কক্ষ বিশিষ্ট সরকার ব্যবস্থা চলে আসছে, যা বর্তমানে কংগ্রেস নামে পরিচিত। বর্তমান সংবিধান অনুযায়ী ব্রাজিল একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র।একটি ফেডারেল ডিস্ট্রিক্ট, ২৬টি প্রদেশ, ও ৫,৫৬৪টি মিউনিসিপ্যালিটি নিয়ে এর যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র গঠিত হয়েছে।
সেই হিসেবে ১৫০০ সাল থেকেই ব্রাজিলে প্রবাসীদের আগমন হয়েছে ।তার পর থেকে লক্ষ লক্ষ প্রবাসী ব্রাজিলে স্থায়ী নাগরিকত্ব পেয়েছেন । তবে ১৯৮৬ সালে প্রথম ব্রাজিলে বাংলাদেশীদের আগমন ঘটে । অবশ্য তখন তারা ব্রাজিলে না থেকে প্যারাগুয়েতে চলে যান ব্যবসা করার জন্য । তবে ২০১২ সালে প্রায় ১৫০০০ বাংলাদেশী ব্রাজিলে আসেন ভলিবিয়া, প্যারাগুয়ে ,গায়েনা,উরগুয়ে, আর্জেন্টিনা ,ভেনিজুয়েলা হয়ে সীমান্ত পারি দিয়ে ।তাদের থেকে অনেকেই ব্রাজিল না থেকে আমেরিকা চলে যান । যারা ব্রাজিলে ছিলেন তারা সবাই এখন সে দেশের নাগরিক । ব্রাজিলে বর্তমানে প্রায় ১ লক্ষ রিফুজি আসেন । আফ্রিকা, এশিয়া ,ইউরোপ ,আমেরিকা মহাদেশের নাগরিক ।গত কাল কনারির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সপ্তাহে প্রায় ২০২১৪ জন নতুন করে ব্রাজিলে নাগরিকত্ব পাচ্ছেন । এই তালিকায় প্রায় ৯০০ বাংলাদেশী রয়েছে ।
ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র। এছাড়াও জনসংখ্যা ওভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ।
Friday, September 16, 2016
Subscribe to:
Post Comments (Atom)
ভিসা প্রাপ্তিতে আপনাদের কোন সহযোগিতা পেতে পারি?
ReplyDeleteএকটু জানাবেন প্লিজ
০১৭১১১৬৫৬০৬