Social Icons

Thursday, September 15, 2016

শ্রীলঙ্কায় অন-অ্যারাইভাল ভিসা বন্ধ, বাংলাদেশের পাল্টা ব্যবস্থা

বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের নাগরিকদের জন্য দেয়া অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। এ সুবিধার মাধ্যমে দুই দেশের নাগরিকরা বিমানবন্দরে পৌঁছে ভিসা নিতে পারতেন। এখন থেকে তাদের হাইকমিশনে আবেদন করে প্রচলিত পন্থায় আগে থেকে ভিসা নিতে হবে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধের আগে শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি। গত শনিবার কলম্বো বিমানবন্দরে বাংলাদেশী কিছু যাত্রী আটকা পড়লে বিষয়টি সম্পর্কে অবগত হই। এরপর রোববার ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসাকেরাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু এ বিষয়ে নিজের দেশের সিদ্ধান্ত বা অবস্থানের ব্যাপারে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য হাইকমিশনার কিছু সময় নিয়েছেন। এ ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশও শ্রীলঙ্কার নাগরিকদের 'অন অ্যারাইভ্যাল' ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে। শ্রীলঙ্কার সিলন ডেইলি নিউজের প্রতিবেদনে দেশটির ইমিগ্রেশন দফতরের কন্ট্রোলার এমবি উইরাসেকারাকে উদ্ধৃত করে বলা হয়েছে, নিরাপত্তার কারণে বাংলাদেশী নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দেয়া বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তার সাথে আলাপ করে জানা গেছে, অন অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে আদম পাচারকারীরা বাংলাদেশী নাগরিকদের শ্রীলঙ্কার মাধ্যমে তৃতীয় দেশে পাঠিয়ে দেয়ার চেষ্টা করত। এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ধরা পরার পর তা বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করে শ্রীলঙ্কা। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় তারা গত ৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশীদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেয়। এর পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। সার্কের আওতায় দক্ষিণ এশিয়ার যে কয়টি দেশ বাংলাদেশীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা দিত তার মধ্যে শ্রীলঙ্কা অন্যতম। এছাড়া নেপাল, ভুটান ও মালদ্বীপ বাংলাদেশীদের এই ভিসা দিয়ে থাকে। সার্কের অপর দুই প্রভাবশালী দেশ ভারত বা পাকিস্তান বাংলাদেশীদের এ সুবিধা দেয় না। ওই দুই দেশের নাগরিকরাও বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা পায় না। বাংলাদেশ ও শ্রীলঙ্কা সার্ক ছাড়াও বিসমটেকসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সদস্য। কূটনৈতিক ক্ষেত্রেও দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। বাংলাদেশের অনেক পর্যটক শ্রীলঙ্কা যায়। আর শ্রীলঙ্কার নাগরিকরা বাংলাদেশের তৈরি পোশাক, ব্যাংকিং, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন সেক্টরে কর্মরত, যাদের সংখ্যা ১০ হাজারের কম হবে না। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates