ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বান্দা নামের একটি অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কয়েক ডজন ভবন ধসে গেছে এবং নিহত হয়েছে কমপক্ষে ২৫ জন ব্যক্তি।
বুধবার আচমকাই কেঁপে ওঠে বান্দা। স্থানীয় সময় সকাল ৫টা ৩ মিনিটে কম্পন অনুভূত হয়। ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী কম্পনে সুমাত্রা দ্বীপ কেঁপে উঠলেও কোনো সুনামি সতর্কতা দেওয়া হয়নি।
ভূমিকম্পের আঁচ পেতেই সিগলি শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। তবে সমুদ্র তীরবর্তী এলাকার মানুষের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়।
৬ দশমিক ৪ মাত্রার কম্পনের ফলে যে কোনো সময় সুনামি আছড়ে পড়তে পারে বলে আতঙ্কে মানুষ ঘর বাড়ি ছেড়ে ছুটতে শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই কম্পনে ২৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
চলতি বছরের জুন মাসেই ৬ দশমিক ৫ মাত্রার প্রবল ভূমিকম্প হয় সুমাত্রা দ্বীপের বেশ কিছু অঞ্চলে। ওই সময় কমপক্ষে ৮ জন আহত হয়েছিলেন। বেশ কিছু বাড়িঘরও ভেঙে পড়েছিল।
'প্যাসিফিক রিং অফ ফায়ার'-এর মধ্যেই রয়েছে সুমাত্রা দ্বীপ। ফলে মাঝে মধ্যেই জোর কম্পনে ঝটকা লাগছে ওই দ্বীপের বেশ কিছু অংশে।
No comments:
Post a Comment