উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের হাত থেকে লিবিয়ার সিরতে শহর পুরোপুরি মুক্ত করেছে জাতিসংঘ সমর্থিত দেশটির ঐক্যমতের সরকার। সরকারপন্থি বাহিনীর মুখপাত্র রেদা ঈসা সোমবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, দায়েশ জঙ্গিরা পুরোপুরি নির্মূল হয়েছে এবং আমাদের বাহিনী সিরতের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এ ছাড়া, এক বিবৃতিতে লিবিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ওই শহরে বহু জঙ্গি তাদের কাছে আত্মসমর্পন করেছে।
গত মে মাসে শহরটি পুনর্দখলের অভিযান শুরু করে লিবিয়ার সেনাবাহিনী। জুন মাসে তারা শহরে ঢুকে পড়লেও এটিকে পুরোপুরি জঙ্গিমুক্ত করতে প্রায় ছয় মাস সময় লাগল।
ইরাক ও সিরিয়ায় মূলঘাঁটি প্রতিষ্ঠা করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরো কিছু দেশে ছড়িয়ে পড়েছিল দায়েশ জঙ্গিরা। লিবিয়ায় তাদের শক্ত ঘাঁটি ছিল সিরতে শহর। গত বছরের গোড়ার দিকে ভূমধ্যসাগর তীরবর্তী শহরটি দখল করে নেয় জঙ্গিরা। সে সময় দেশটির আরো এলাকা দায়েশের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে লিবিয়ার রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছিল।
No comments:
Post a Comment