বলা হয়ে থাকে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা। দর্শকরাও সেখানে চার-ছক্কার ফুলঝুড়ি দেখতে উৎসুক থাকেন। কিন্তু এবারে বিপিএল কি সেই প্রত্যাশ পূরণ করতে পারছে?
বিপিএলের এবারের আসরের সাথে ‘রানের খেলা’ কথাটি যেন কিছুটা বেমানান। অন্যান্য বারের তুলনায় রানের উৎসব যে কমই হয়েছে এবার। ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের দাপটই ছিল বেশি। বেশিরভাগ ম্যাচেই পাল্লা দিয়ে উইকেট নিয়েছেন বোলাররা। রান করতে সংগ্রাম করতে হয়েছ ব্যাটসম্যানদের। টিটোয়েন্টির সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল তার ছক্কার ম্যাজিক কমই দেখাতে পেরেছেন। বুমবুম আফ্রিদিও খুব বেশি বল উড়িয়ে পাঠাতে পারেননি সীমানার বাইরে। সাঙ্গাকারা কিংবা সাকিব আল হাসান অনেকটাই নিষ্প্রভ ছিলেন ব্যাট হাতে।
বিপিএলের ইতিহাসে দুইশোর বেশি দলীয় স্কোরের রেকর্ড আছে ৭টি। যার একটিও এবারের আসরে হয়নি। এবারের সর্বোচ্চ দলীয় স্কোর ১৯৪/৫, ঢাকা ডায়নামাইটসের। সর্বোচ্চ স্কোরের তালিকায় যা ১২ নম্বরে। ১৭৫ বা তার চেয়ে বেশি রান উঠেছে মাত্র ১০টি ইনিংসে।
আগের তিন আসরে আটটি সেঞ্চুরি হয়েছে। এবার হয়েছে মাত্র একটি। বরিশাল বুলসের বিপক্ষে সাব্বির রহমানের ১২২ রান।
বিপিএল ইতিহাসের সর্বনিম্ন রানের ইনিংসও দেখা গেছে এবার। রংপুরের বিরুদ্ধে মাত্র ৪৪ রানে অলাআউট হয়েছে খুলনা। একশোর নিচে অলআউট হওয়ার আরো তিনটি নজির সৃষ্টি হয়েছে এবারের আসরে।
No comments:
Post a Comment