বিপিএলের চতুর্থ আসরে প্রথম দল হিসেবে ফাইনালে উঠল ঢাকা ডায়নামাইটস। মঙ্গলবার মিরপুরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইটান্সকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল।
টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস। জবাবে মাত্র ৮৬ রানেই গুটিয়ে যায় খুলনার ইনিংস।
অবশ্য ব্যাটিংয়ের শুরুটা দারুণ করেছিল খুলনা। আন্দ্রে ফ্লেচার ও হাসানুজ্জামান জুটিতে ৩৪ রান তুলে নেয় খুলনা।
পাওয়ার প্লের শেষ ওভারে ঢাকার হয়ে প্রথম আঘাত হানেন অধিনায়ক সাকিব আল হাসান। ফ্লেচারকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন এই স্পিনার। ২২ বলে ২৮ রান করেন ফ্লেচার।
পরের ওভারেই খুলনায় ইনিংসে জোড়া আঘাত হানেন আন্দ্রে রাসেল। মাহমুদউল্লাহ রিয়াদ ও ওপেনার হাসানুজ্জামানকে আউট করেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।
অষ্টম ওভারে বেনি হাওয়েলকে ফিরিয়ে খুলনার জয়ের স্বপ্নে দারুণভাবে ধাক্কা দেন সানজামুল ইসলাম। দশম ওভারে আব্দুল মজিদকে ফেরান মোসাদ্দেক হোসেন সৈকত। নিজের বলে নিজেই ক্যাচ ধরেন এই অলরাউন্ডার। দলীয় রান তখন মাত্র ৫৩! পাঁচ উইকেট হারিয়ে খুলনা তখন কাঁপছে।
দলীয় ৬৮ রানে নিকোলাস পুরানকে ফিরিয়ে দিয়ে ঢাকার জয়টাকে আরও কাছে নিয়ে আসেন আবু জায়েদ রাহী। এরপর ৮১ রানে শুভাগত হোম ফিরলে ঢাকার জয়টা নিশ্চিত হয়ে যায়। ব্রাভো ও আন্দ্রে রাসেল নেন তিনটি করে উইকেট।
এর আগে টস জিতে ঢাকা ডায়নামাইটসকে ১৪০ রানে আটকে দেয় বিয়াদের দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রান তোলে সাকিবের দল। সর্বোচ্চ ৪৬ রান করেন আন্দ্রে রাসেল।
ম্যাচের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় খুলনা। মেহেদী মারুফকে উইকেটরক্ষক নিকোলাস পুরানের তালুবন্দি করেন জুনায়েদ খান। ৭ রান করেন ঢাকার এই ওপেনার। ফিরতি ওভারে কুমার সাঙ্গাকারা ও এভিন লুইসকে ফিরিয়ে দিয়ে ঢাকাকে বিপদে ফেলে দেন এই পাকিস্তানি বোলার। সাঙ্গা ৯ ও লুইস করেন ১১ রান। দলীয় রান তখন ২৮।
দলীয় ৬৫ রানের মধ্যে নাসির ও সাকিবকেও হারায় ঢাকা। নাসির ১৩ ও সাকিব ১৮ রান করেন। খানিকবাদে রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন মোসাদ্দেক হোসেনও। এরপর ডোয়াইন ব্রাভোকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন রাসেল।
১৯তম ওভারে হাওয়েলের বলে আউট হওয়ার আগে ২৫ বলে চারটি চার ও তিন ছয়ে ৪৬ রান করেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। শেষ পর্যন্ত ২২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন ব্রাভো। খুলনার জুনায়েদ খান ২৪ রানে নেন ৪টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৪০/৮ (রাসেল ৪৬, ব্রাভো ২৩, সাকিব ১৮, নাসির ১৩, লুইস ১১; জুনায়েদ ৪/২৪, ফ্লেচার ২/২২, হাওয়েল ১/৩৫)
খুলনা টাইটান্স: ১৬ দশমিক ২ ওভারে ৮৬/১০ (আন্দ্রে ফ্লেচার ২৮, আরিফুল ১৪, নিকোলাস পুরান ৯, মজিদ ৭, রিয়াদ ৫; ব্রাভো ৩/১০, আন্দ্রে রাসেল ৩/১৬, মোসাদ্দেক ১/৩)
ফল: ঢাকা ডায়নামাইটস ৫৪ রানে জয়ী।
ম্যাচ সেরা: আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস
)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment