Thursday, December 8, 2016
কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পাশে ট্রাম্প!
কাশ্মির নিয়ে এবার নয়া মার্কিন প্রেসিডেন্টের স্মরণাপন্ন হচ্ছে পাকিস্তান। জানা যাচ্ছে, কাশ্মির সমস্যার সমাধান করতে এবার ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
সূত্রের খবর, কাশ্মির সমস্যার সমাধান করতে যাতে ডোনাল্ড ট্রাম্প উদ্যোগী হন, সে ইষয়ে নতুন মার্কিন প্রেসিডেন্টের কাছে অনুরোধ জানাতে পারে পাকিস্তান সরকার। এমনই জানা গেছে নওয়াজ শরিফের সচিব তারিক ফতেমির তরফ থেকে।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টও জানিয়েছেন, ভারত, পাকিস্তানের সম্পর্কে যাতে শান্তি ফিরে আসে, সে দিকে নজর দেবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু তাই নয়, ভারত,পাকিস্তানের দীর্ঘদিনের সমস্যা কাশ্মির নিয়েও ডোনাল্ড ট্রাম্প ওই দুই দেশের সঙ্গে আলোচনা করবেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
অন্যদিকে, নওয়াজ শরিফের সচিব তারিক ফতেমির অভিযোগ, কাশ্মিরের মানুষের ওপর বল প্রয়োগ করছে ভারত সরকার। দমিয়ে রাখা হচ্ছে তাদের প্রতিবাদ। শুধু তাই নয়, পেলেট গান ব্যবহার করে কাশ্মিরিদের বিক্ষোভ বন্ধ করে দিচ্ছে ভারত সরকার l যে পেলেট গানের প্রভাবে কমপক্ষে ১৬ হাজার কাশ্মিরি আহত হয়েছেন। ৬০০ জন অন্ধ হয়ে গেছেন বলেও দাবি পাকিস্তানের।
এসবের পাশপাশি, নিয়ন্ত্রণরেখায় বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারত গুলি চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment