পদত্যাগ করার পরেও দায়িত্ব ছাড়তে পারছেন না ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। দেশটির প্রেসিডেন্ট পার্লামেন্টে ২০১৭ সালের বাজেট পাশের জন্য তার পদত্যাগপত্র সাময়িক স্থগিত করেছেন।
ক্ষমতায় আসার মাত্র আড়াই বছরের মাথায় সংবিধান সংশোধন বিষয়ক গণভোটে বড় ব্যবধানে হেরে যাওয়ার পর পদত্যাগের ঘোষণা দেন ইতালির প্রধানমন্ত্রী। সংবিধান সংস্কারে রবিবার অনুষ্ঠিত গণভোটে ‘না’ ভোট জয়ী হওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
এর আগেই মাত্তিও ঘোষণা দিয়েছিলেন, গণভোটে ‘না’ জয়ী হলে তিনি পদত্যাগ করবেন। ডিসেম্বর মাসের শেষদিকে ইতালিতে বাজেট পাস করা হয়। তাই দেশটির প্রেসিডেন্ট বাজেট পাস হওয়া পর্যন্ত মাত্তিও রেনজিকে পদত্যাগের সিদ্ধান্ত সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।
দ্য গার্ডিয়ান।
No comments:
Post a Comment