Social Icons

Tuesday, December 6, 2016

আলেপ্পো যুদ্ধে আরো অগ্রসর হয়েছে আসাদ বাহিনী

সিরিয়ার আলেপ্পোয় অস্ত্রবিরতির প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। এ ঘটনার পর আসাদ বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোতে হামলা জোরদার করেছে। সরকারি বাহিনী গত সোমবার আলেপ্পোর আরো কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়া ও চীন সেখানে সাতদিনের অস্ত্রবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে। তিন সপ্তাহের অভিযান শেষে সরকারি বাহিনী এখন পূর্ব আলেপ্পোর তিনভাগের দুইভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সেনাবাহিনী আল শার এলাকা ঘিরে ফেলেছে। পূর্ব আলেপ্পোতে দুই দিক থেকে আক্রমণ করছে সেনাবাহিনী। সরকারি বাহিনী একই সঙ্গে অনেকগুলো স্থানে যুদ্ধের ফ্রন্ট চালু করায় গোলাবারুদের সংকটে পড়েছে বিদ্রোহী বাহিনী। খুব দ্রুতই তারা আল শার ছেড়ে যেতে বাধ্য হবে বলে ধারণা করা হচ্ছে।
 
বিদ্রোহী গ্রুপ ফাসতাকিমের কর্মকর্তা জাকারিয়া জানান, সোমবার রাতভর সংঘর্ষ হয়েছে, এখনও সংঘর্ষ চলছে। নূর আল দিন জিনকি বিদ্রোহী গোষ্ঠীর একজন  যোদ্ধা জানান, সরকারি বাহিনী অনেকগুলো ফ্রন্টে অগ্রসর হয়েছে। এতে কোণঠাসা হয়ে পড়েছে আল শার এলাকার বিদোহীরা। জাবা শামিয়া বিদ্রোহী গ্রুপের এক কর্মকর্তা বলেন ধরে নেওয়া যায় কোর্ম আল জাবেল এবং আল শার এলাকা দখলে নিয়ে নিয়েছে সরকারি বাহিনী।  তিন সপ্তাহ আগে আলেপ্পাতে অভিযান শুরুর পর অনেকদূর অগ্রসর হয়েছে সরকারি বাহিনী।
 
আলেপ্পোতে আসাদ বিরোধীদের সিরিয়া যুদ্ধে সবচেয়ে বড় পরাজয় ঘটতে চলেছে। পূর্ব আলেপ্পো থেকে হাজার হাজার মানুষ সংঘর্ষ থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালিয়েছে। যা আন্তর্জাতিক উদ্বেগের সৃষ্টি করেছে। রাশিয়া এই যুক্ততে নিরাপত্তা পরিষদে ভেটো দিয়েছে যে অস্ত্রবিরতির সুযোগে বিদ্রোহীরা অস্ত্র সংগ্রহ করবে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভেরব অস্ত্রবিরতির বিরুদ্ধে কথা বলেন।  ২০১১ সালের পর ষষ্ঠবারের মত সিরিয়ার ব্যাপারে জাতিসংঘের প্রস্তাবে ভেটো দিল রাশিয়া। তিনি বলেন এই সপ্তাহেই পূর্ব আলেপ্পো থেকে বিদ্রোহীদের অপসারণের ব্যাপারে  যুক্তরাষ্ট্রের সাথে একটি সমঝোতা সম্ভব হবে। যেসব বিদ্রোহী পূর্ব আলেপ্পো ত্যাগ করতে অস্বীকৃতি জানাবে তাদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates