Tuesday, May 16, 2017
ব্রাজিল সাও পাওল গারলুস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ বাঙ্গালী সহ ১৭ জন ইমিগ্রেশন পুলিশ এর হেপাজতে ।
তুরস্ক থেকে ছেড়ে আসা টার্কিশ এয়ার লাইন্স এর বয়িং ৭৭৭-৩০০ ই আর ব্রাজিল সাও পাওল গারলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ আবতরন করেন ব্রাজিল সময় বিকেল ৪ টা ৫৫ মিনিটে । ফ্লাইট থেকে নামার পর ইমিগ্রেশন পুলিশ ট্রানজিট যাত্রী আর ব্রাজিলে আগত যাত্রী দের আলাদা হতে বলেন । এরপর দেখা যায় কিছু যাত্রী এলোমেলো লাইন পরিবর্তন করছে । ইমিগ্রেশন পুলিশ তাৎক্ষনিক সকলকে এক লাইনে দার করিয়ে পাসপোর্ট চেক করা শুরু করেন। এক পর্যায় দেখা যায় ১৭ জন যাত্রী ট্রানজিট হিসেবে ব্রাজিল এয়ারপোর্ট ব্যাবহার করছে। কিন্তু সম্প্রতি ব্রাজিল এয়ারপোর্ট সকল এয়ারলাইন্স কে বার্তা প্রধান করেছে যে ট্রানজিট ভিসা ছাড়া ব্রাজিলের কোন এয়ারপোর্ট এ যেন কোন যাত্রী কোন এয়ারলাইন্স বহন না করে । সেই নিষেধাজ্ঞা অমান্য করে টার্কিশ এয়ারলাইন্স ১৭ জন যাত্রী ব্রাজিল নিয়ে আসে।
তাই ব্রাজিল এয়ারপোর্ট টার্কিশ এয়ারলাইন্স কে জরিমানা করেন আর ট্রানজিট যাত্রীদের ইমিগ্রেশন পুলিশ এর হেফাজতে নিয়ে যান। ১৭ জন ট্রানজিট যাত্রীর মধ্যে ২ জন বাংলাদেশী রয়েছেন। তারা বলিভিয়ার ভিসা নিয়ে এসেছেন ।
৫ জন পাকিস্তানী , ১ জন ইন্ডিয়ান ৮ জন চায়না নাগরিক ও ১ জন রাশিয়ান রয়েছেন এই দলে । ইমিগ্রেশন কর্মকর্তারা বলছেন এটা পরিকল্পিত একটি নাটক । এই ১৭ জনের শেষ গন্তব্য ছিল ব্রাজিল । কেননা ইতিমধ্যে অনেক ঘটনা আছে এই ধরনের। অন্য দিকে যাত্রীদের তল্লাশি করে যথেষ্ট প্রমান পেয়েছে ইমিগ্রেশন পুলিশ যে এই ১৭ জন ব্রাজিলে ট্রানজিট নিয়ে এদেশে প্রবেশ করবে।
কি আছে এই ১৭ জনের ভাগ্যে ? তারা কি ব্রাজিলে প্রবেশ করবে নাকি নিজের দেশে ফিরে যাবে।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment