Monday, May 15, 2017
লা লিগায় এপ্রিলের সেরা মেসি
প্রাইমেরা ডিভিশন (প্রথম বিভাগ) স্পেনের লিগা ন্যাশিওন্যাল ডি ফুটবল প্রফেসনাল (এলএফপি)-এর শীর্ষ পর্যায়ের পেশাদারী ঘরোয়া ফুটবল লীগ লা লিগায় এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন দারুণ ছন্দে থাকা বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গত মাসে বার্সেলোনার হয়ে লিগে ৬ ম্যাচে মোট ৮ গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক ও বার্সেলোনা সুপারস্টার। দুর্দান্ত এই পারফরম্যান্সের ফল হিসেবেই নির্বাচিত হয়েছেন লা লিগায় এপ্রিলের সেরা ফুটবলার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো লা লিগায় এক মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মেসি। এর আগে ২০১৬ সালের জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এদিকে এবারের লিগে এ পর্যন্ত ৩২ ম্যাচে ৩৫ গোল করা মেসি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার 'পিচিচি ট্রফি' জয়ের দৌড়েও অনেক এগিয়ে আছেন। ৩৩ ম্যাচে ২৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তারই সতীর্থ লুইস সুয়ারেজ। তৃতীয় স্থানে থাকা রোনালদো করেছেন ২৬ ম্যাচে ২০ গোল। উল্লেখ্য, লিগে ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। অন্যদিকে এক ম্যাচ কম খেলে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে ৩২ বারের চ্যাম্পিয়ন জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment