কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার সুদর্শন চেহারা ও ব্যক্তিত্বের গুণে এমনিতেই সোশ্যাল মিডিয়ার প্রিয়। এবার তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তারকা হয়ে গেছে তিন বছরের শিশু হ্যাড্রিয়েন ট্রুডো।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যস্তসূচির মধ্যেই ছেলের সঙ্গে লুকোচুরি খেলেছেন। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কানাডার শাসনভার সামলাতেও দেখা গিয়েছে হ্যাড্রিয়েনকে। বাবা ছেলেকে দেখা যায় গণমাধ্যম ও রাজনীতিবিদদের ‘সিরিয়াস’ কাজে ব্যাঘাত ঘটাতে।
এসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলে ব্যাপক আলোড়ন তোলে। একজন ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করেন, অনেক দামি ছবি এগুলো, আপনার পিতা (পিয়েরে ট্রুডো-কানাডার সাবেক প্রধানমন্ত্রী) ও আপনার ছবি যখন প্রকাশিত হয়েছিল সেটাও দেখেছিলাম।
আরেকজন লিখেন, জানি না এটা ভালো না খারাপ প্রচারণা, তবে আপনি কখনো বলতে পারবেন না ট্রুডো পরিবারকেন্দ্রিক মানুষ নন।
এর আগেও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছিলেন ট্রুডো। সিরীয় শরণার্থীদের প্রতি তার মনখোলা সমর্থন, সমকামীদের মিছিলে যোগ দেয়া এবং প্রকাশ্যে নিজেকে নারীবাদী ঘোষণা দেয়ায় তিনি তার সমর্থকদের হাততালি পেয়েছেন। গত সপ্তাহে কানাডায় আশ্রয় পাওয়া এক সিরীয় শরণার্থী দম্পতি তাদের সন্তানের নাম রেখেছে জাস্টিন ট্রুডো। বিবিসি।


No comments:
Post a Comment