নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার কেন্দ্রে ঐতিহ্যবাহী এক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ আগুনে মেরকাদো ওরিয়েন্টাল মার্কেটের ৬০টির বেশি দোকান পুড়ে গেছে বলে জানানো হয়েছে।
জানা গেছে, রবিবার ভোরে এই আগুন লাগে। চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
নিকারাগুয়ার দুর্যোগ প্রতিরোধ সংস্থা জানায়, মার্কেটটিতে পৌঁছুতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। প্রতিদিন আনুমানিক এক লাখ লোক এই মার্কেটে কেনাকাটা করতে আসে। তবে এ ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এএফপি।


No comments:
Post a Comment