Social Icons

Saturday, May 13, 2017

ব্রাজিলে পীতজ্বরে ২৫৯ জনের মৃত্যু

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যে চলতি বছর পীতজ্বরে আক্রান্ত হয়ে অন্তত ২৫৯ জন মারা গেছে। শুক্রবার দেশটির সরকার এক ঘোষণায় একথা জানায়।
 
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ২৫৯ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে আরো ৪৭ ব্যক্তির প্রাণহানির সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানানো হয়েছে। 
 
ইতোমধ্যে সেখানে পীতজ্বরে আক্রান্তদের সংখ্যা বেড়ে ৭৫৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ রোগে আক্রান্ত হয়েছে এ আশংকায় স্বাস্থ্য কর্তৃপক্ষ আরো ৬২২ জনকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে বলে জানাচ্ছে বার্তা সংস্থা সিনহুয়া।
 
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মাইনাস গেরাইস ও এসপিরিতো সান্তোতে সবচেয়ে বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছে। জানা গেছে, এ দুটি রাজ্যে যথাক্রমে ৪৮৮ ও ২৩৪ জনের এই রোগ ধরা পড়েছে। উল্লেখ্য, জিকা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো এডিস এইগিপটি মশার মাধ্যমে এই রোগ ছড়ায়। সিনহুয়া।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates