‘সঠিক পরিস্থিতিতে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে উত্তর কোরিয়া আগ্রহী বলে শনিবার জানিয়েছে দেশটির একজন জেষ্ঠ্য কূটনৈতিক। দক্ষিণ কোরিয়ার ইউনহাপ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র দফতরের উত্তর আমেরিকা ব্যুরোর ডিরেক্টর জেনারেল চো সন হুই শনিবার অসলো থেকে দেশে ফেরার পথে চীনের বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যশনাল এয়ারপোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বলে প্রতিবেদনে জানানো হয়।
নরওয়েতে আমেরিকান সাবেক সরকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প প্রাশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গেও আলোচনা হওয়ার সম্ভাবনা ছিল যোগ করে তিনি বলেন, ‘পিয়ং ইয়ং ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।’
পিয়ংইয়ং এর এই মনোভাব নতুন করে আলোচনার তৈরী করেছে। কেননা এই মাসের শুরুতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ‘সঠিক পরিস্থিতি’তে দেখা করার আগ্রহের কথা জানিয়েছিলেন। কিম জং উনের সঙ্গে দেখা হলে ট্রাম্প ‘সম্মানিত’ বোধ করবেন বলেও তখন মন্তব্য করেন।
তাই দুই দেশের মধ্যে যখন উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে পরিষ্কার উত্তেজনা দেখা যাচ্ছিল তখন দুই দেশের এ ধরনের বক্তব্য নতুন কিছুর আশা দেখাচ্ছে বিশ্লেষকদের।
উল্লেখ্য, পিয়ংইয়ং তার ব্যালিস্টিক ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্নতির কার্যক্রমকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে তখন কোরীয় অঞ্চলে ওয়াশিংটন তাদের শক্তি প্রদর্শনের জন্য বিভিন্ন ব্যবস্থাও গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র একটি বিমানবাহী যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছিল এবং দক্ষিণ কোরিয়ায় ব্যালিস্টিক মিসাইল বিরোধী বিতর্কিত কাঠামো স্থাপন করা শুরু করে দেয়। বিবিসি, সিএনএন।


No comments:
Post a Comment