যুক্তরাষ্ট্রের ৪৮ শতাংশ নাগরিক দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন চায়। নতুন এক জনমত জরিপের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। ট্রাম্পকে যারা ক্ষমতায় দেখতে চায় তাদের চেয়ে অভিশংসনের পক্ষে জনমত বেশি বলে জানাচ্ছে ওই জরিপের ফলাফল।
ডেমোক্র্যাটিক ফার্ম পাবলিক পলিসি নামের একটি সংস্থা জরিপটি পরিচালনা করেছে এবং এতে ৪৮ শতাংশ মানুষ ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পক্ষে মত দিয়েছে। এর বিপরীতে শতকরা ৪১ ভাগ মানুষ ট্রাম্পকে ক্ষমতায় দেখতে চায়।
তিন মাস আগে প্রতিষ্ঠানটির চালানো অন্য এক জরিপে বলা হয়েছিল, মার্কিন নাগরিকরা এ ইস্যুতে সমানভাবে বিভক্ত।
গতকাল মঙ্গলবার নতুন এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়ে। গত ১২ থেকে ১৪ মে জরিপটি পরিচালনা করা হয়। এ সময় ৬৯২ জন নিবন্ধিত ভোটারের সাক্ষাৎকার নেয়া হয়েছে।
এর একদিন আগে গ্যালুপ নামের একটি প্রতিষ্ঠান জানিয়েছে, ১০০ দিনের কাজের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের চারজন প্রেসিডেন্টের জনমত জরিপে খারাপ অবস্থায় রয়েছেন ট্রাম্প।
তাদের জরিপে দেখা যায় মাত্র ৩৭ শতাংশ ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। আর বাকি ৫৭ শতাংশ তাকে প্রেসিডেন্ট হিসেবে পেয়ে সন্তুষ্ট নয়।
সূত্র: পার্স টুডে
No comments:
Post a Comment