ইউক্রেনের প্রথম প্রেসিডেন্ট লিওনিদ ক্র্যাভচুকের হার্টে জটিল অস্ত্রোপচার করা হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন।
সাবেক এই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে ইউক্রেনের এক ওয়েব পোর্টাল এ খবর প্রকাশ করে। সূত্রে বলা হয়, তিনি এখন ভালো আছেন এবং তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
সূত্র আরো জানায়, ৮৩ বছর বয়সী এই রোগীর করোনারি ধমনীতে চারটি স্টেন্ট স্থাপন করা হয়েছে। ক্র্যাভচুক ১৯৯১ সালে ইউক্রেনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ওই বছরের ৮ অক্টোবর যে প্যাক্টের কারণে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় তাতে অন্য অনেকের মতো তিনিও স্বাক্ষর করেছিলেন।
বাসস।
No comments:
Post a Comment