আমেরিকা-উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে উস্কানি দিল চীন। সম্প্রতি চীন এক বিশেষ মিসাইল পরীক্ষা করল, যা দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা THAAD মিসাইল সিস্টেমের উপর আঘাত হানতে পারে। পাশাপাশি, মার্কিন এয়ারক্রাফট কেরিয়ারেই আঘাত করতে পারে এই মিসাইল। চীনের এক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ পেয়েছে।
DF-26 নামে ওই মিসাইল টেস্ট করা হয়েছে। এই মিসাইলকে ‘এয়ারক্রাফট কেরিয়ার কিলার মিসাইল’ও বলা হচ্ছে। তবে ঠিক কোথায় ওই পরীক্ষা চালানো হয়েছে সে ব্যাপারে কিছু বলা হয়নি। এতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক পালস, যা এয়ারক্রাফট কেরিয়ারের কমান্ড সিস্টেমকে নষ্ট করে দিতে পারে। সিওলে মোতায়েন করা THAAD মিসাইল সিস্টেম লক্ষ্য করেই এই পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান বোহাই সাগরে ওই পরীক্ষা হয়েছে।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মিসাইল সিস্টেমের স্যাটেলাইট ছবি তুলে ধরেছে পিয়ংইয়ং। যেখানে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা থাড মিসাইল সিস্টেমের পুঙ্খানুপুঙ্খ ছবি তুলে ধরা হয়েছে। একটা উচ্চ রেজোলিউশনের ছবি প্রকাশ করা হয়েছে উত্তর কোরিয়ার পক্ষ থেকে। গতমাসে মোতায়েন করা হয় আমেরিকার এই থাড মিসাইল সিস্টেম। পিয়ংইয়ং বলেছে, পরমাণু যুদ্ধ বাঁধানোর লক্ষ্যে আমেরিকা এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে উত্তর কোরিয়ার ‘আয়ত্বের মধ্যে’ নিয়ে এসেছে। উত্তর কোরিয়ার ‘কোরিয়ান সেন্ট্রাল টিভি’তে এক প্রতিবেদনে বলা হয়েছে, “থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হচ্ছে পারমাণবিক বিপর্যয়ের একটি উৎস যেটিকে এই মুহূর্তে আমাদের আয়ত্বের মধ্যে নিয়ে আসা হয়েছে। ” সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
No comments:
Post a Comment