Social Icons

Wednesday, May 17, 2017

ধর্ষণের মূল পরিকল্পনাকারী নাঈম আশরাফ গ্রেফতার

রাজধানীর বনানীর দ্য রেইনট্রি হোটেলে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিমকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের খবরটি নিশ্চিত করে ডিএমপি’র যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, পুলিশ সদর দফতরের একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। 
 
গ্রেফতারের পর তাকে ঢাকায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। এ নিয়ে বনানীতে দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় এজাহারভূক্ত পাঁচ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অপর চার আসামীরা ডিবি পুলিশের রিমান্ডে আছেন। এদিকে,  মামলার রিমান্ডে থাকা সাফাত আহমেদ ও সাদমান সাকিফের সঙ্গে মুখোমুখি করা হয়েছে সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীকে। মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে বিল্লাল ও রহমতকে দেখে চমকে ওঠেন সাফাত ও সাদমান। সাফাতের দেয়া তথ্য যাচাই বাছাই করতে তাদেরকে মুখোমুখি করা হয়। ৫ দিনের রিমান্ড শেষ সাকিফকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে পারেন বলে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। ৬ দিনের রিমান্ড শেষে সাফাতকে আদালতে পাঠানো হবে শুক্রবার। গাড়ি চালক বিল্লাল চার দিন ও দেহরক্ষী রহমত আলী তিন দিনের রিমান্ডে রয়েছে। গতকাল বুধবার ছিল তাদের রিমান্ডের প্রথম দিন।
 
চার আসামিকে জিজ্ঞাসাবাদকারী মামলার তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, মিন্টু রোডের গোয়েন্দা পুলিশের একটি কক্ষে মঙ্গলবার রাতে চার আসামিকে মুখোমুখি করা হয়। সাফাত ও সাকিফ তখন পর্যন্ত জানতেন না যে বিল্লাল ও রহমত গ্রেফতার হয়েছে। সাফাত তাদের দেখে চমকে ওঠেন। জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তা প্রথমেই দুই শিক্ষার্থী ধর্ষনের বিষয়ে জানতে চাইলে চার আসামিই সেই রাতে তারা কি কি করেছিল তার বর্ণনা দেয়। পরে তাদের বক্তব্য পুলিশ কর্মকর্তারা যাচাই বাছাই করে।
 
খুব দ্রুত সময়ের মধ্যে বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনার তদন্ত কার্যক্রম শেষ হবে জানিয়ে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় চার আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। ইতোমধ্যে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এখন সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম নামে এক আসামি পলাতক রয়েছেন। গ্রেফতার হওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছেন।
 
ঘটনার পর বনানী থানায় মামলা গ্রহণে গড়িমসি ও তরুণীদের হয়রানির অভিযোগ বিষয়েও একটি তদন্ত কমিটি হয়েছে। কমিটির প্রধান হিসেবে রয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মিজানুর রহমান। ইতিমধ্যে কমিটি বনানী থানার ওসি ফরমান আলীকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে। বিভিন্ন শ্রেণী পেশার অনেককেই জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংশ্লিষ্টরা। 
 
শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আপন জুয়েলার্সের মালিক: রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কার্যালয়ে উপস্থিত হন দ্য রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা ও আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের তলবে তিনি গতকাল সকাল পৌণে ১২ টার দিকে শুল্ক গোয়েন্দার কার্যালয়ে উপস্থিত হন। ওই সময় তার সঙ্গে ছিলেন তার দুই ভাই ও জুয়েলার্সের অন্যতম মালিক গুলজার আহমেদ ও আজাদ আহমেদ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে শুল্ক  গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদে আপন জুয়েলার্স কর্তৃপক্ষের কাছ থেকে স্বর্ণ ও ডায়মন্ডের শুল্ক প্রদানের কাগজপত্র চাওয়া হয়েছে। 
 
দ্য রেইনট্রি হোটেলের মালিককে ফের শুল্ক গোয়েন্দায় তলব:  দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনাস্থল ‘দ্য রেইনট্রি হোটেল’র ব্যবস্থাপনা পরিচালক শাহ  মো. হারুন আদনানকে ২৩ মে কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে ফের তলব করা হয়েছে। বুধবার  বেলা ১১টার দিকে শুল্ক গোয়েন্দা বিভাগের কার্যালয়ে তার উপস্থিত হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণ  দেখিয়ে তিনি হাজিরা থেকে বিরত থাকেন। তার পক্ষে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কার্যালয়ে উপস্থিত হন। ওই সময় হারুন আদনান অসুস্থ উল্লেখ করে হাজিরা দেওয়ার জন্য তার পক্ষে এক মাসের সময় চেয়ে আবেদন করেন আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে শুল্ক  গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এক সপ্তাহের সময় মঞ্জুর করেন। অর্থাৎ আগামি ২৩ মে তাকে কাকরাইলের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে হাজির হতে হবে। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates