ফিলিস্তিন নিয়ন্ত্রিত জেনিন শহরে ইসরাইলী সেনার গুলিতে ১ ফিলিস্তিন নাগরিক নিহত। এবং অন্য একটি সংঘর্ষে দুই ইসরাইলী সেনাসহ ৩ জন আহত।
গত বৃহস্পতিবার ইসরাইলের দখলকৃত ওয়েস্ট ব্যাংকের নিকটে জেনিন শহরে প্রায় ১০ ঘন্টাব্যাপি পরিচালিত এক অপারেশনের সময় বন্দুক যুদ্ধে ৩১ বছর বয়সী আহমেদ ইসমাইল জারার নিহত হয়।
ফিলিস্তিনের স্বাস্থমন্ত্রী ড. হানি আবদিন এক বিবৃতিতে জানান নিহত ব্যক্তি তার চাচাতো ভাই। যদিও প্রাথমিক খবরে তাকে ২২ বছর বয়সী আহমেদ নাসার জারার মনে করা হত।
গত সপ্তাহে যে সশস্ত্র দলটি একজন ইসরাইলী দখলদারকে হত্যা করে ইসমাইল জারার ছিলেন তাদের একজন। গোয়েন্দাদের এমন একটি তথ্যের ভিত্তিতে ইসরাইলী দখলদার সেনারা বৃহস্পতিবার গভীর রাতে ইসমাইল জারারের বাসা ঘিরে ফেললে তাদের সাথে বন্দুক যুদ্ধ শুরু হয়।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করার ট্রাম্পের একটি বিতর্কিত ঘোষণার পর ঐ অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকে।
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান ওআইসির আইনপ্রণেতাদের
ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বানের মধ্যদিয়ে শেষ হয়েছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৩তম আন্তঃসংসদীয় সম্মেলন।
ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বানের মধ্যদিয়ে শেষ হয়েছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৩তম আন্তঃসংসদীয় সম্মেলন।
ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৪০ মুসলিম দেশের স্পিকার ও শীর্ষ পর্যায়ের আইনপ্রণেতারা অংশ নেন।
সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় ন্যায়বিচার, গণতন্ত্র ও সবার কল্যাণ সাধনের মতো উচ্চতর মূল্যবোধের ভিত্তিতে মুসলমান এবং সমস্ত মানবজাতির অভিন্ন ইস্যুগুলোকে সমাধানের প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছে। চূড়ান্ত ঘোষণা পড়ে শোনান ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি।
ঘোষণায় আরো বলা হয়েছে, একদিকে ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা এবং অন্যদিকে টেকসই উন্নয়ন- এগুলো পরস্পরের খুঁটি। আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত- এ দুটি বিষয়কে এজেন্ডার শীর্ষে রাখা।
চুড়ান্ত ঘোষণায় সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে এ সমস্যা দূর করার জন্য সরকারগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনকে স্বাগত জানানো হয়।
বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংলাপ অনুষ্ঠানের আহ্বান জানানোর পাশাপাশি সন্ত্রাসবাদ, চরমপন্থার বিরুদ্ধে লড়াই, ইসলাম সম্পর্কে সত্যিকার ধারণা সৃষ্টি এবং সহিংসতাকে প্রত্যাখ্যান করারও আহ্বান জানানো হয়।
এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় যেসব বর্ণবাদী বক্তব্য দিয়ে যাচ্ছেন তারও তীব্র নিন্দা জানিয়েছে এ সম্মেলন।
ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার মার্কিন ঘোষণারও প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
মার্কিন এ পদেক্ষপকে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য চরম হুমকি বলে উল্লেখ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে ওআইসিভুক্ত দেশগুলোর বিরুদ্ধে মার্কিন একতরফা পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে এ সম্মেলন।
No comments:
Post a Comment