Social Icons

Friday, January 19, 2018

সৌদি চলচ্চিত্রে হলিউডের অভিনেত্রী

এবার হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহান সৌদি আরব চলচ্চিত্রে অভিনয় করবেন। হলিউডের সাবেক এই অভিনেত্রী সৌদি নারীদের ক্ষমাতায়নের ওপর নির্মিত হতে যাওয়া চলচ্চিত্রটিতে অভিনয় করবেন।
এ বছরের সেপ্টেম্বরে চলচ্চিত্রটির কাজ আরম্ভ হবে। আবু ধাবির চলচ্চিত্রকার ন্যান্সি প্যাটন এ চলচ্চিত্রকার এ চলচ্চিত্রটি নির্মাণ করবেন।
ন্যান্সি প্যাটন বলেন, তার এ চলচ্চিত্রে সৌদি আরবের সাম্প্রতিক সংস্কার ও নারীর অধিকারের বিষয়গুলো তুলে ধরা হবে। এ বছরের জুন থেকে নারীর ক্ষমতায়নের বিষয়টি সৌদি আরবে আরো জোরদারভাবে বাস্তবায়ন শুরু হচ্ছে। তার ‘ফ্রেম’ নামের এ চলচ্চিত্রে নারীর ক্ষমতায়নকেই ফোকাস করা হচ্ছে।
চলচ্চিত্রে লিন্ডসে লোহান এ্যানাবেলি নামে এক আমেরিকান চিত্রগ্রাহকের ভূমিকায় অভিনয় করবেন যিনি সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ পাবেন। সেই সুবাদে তিনি সৌদি নারীদের বিয়ে, নারীর ক্ষমতায়ন ও অধিকারের বিষয়গুলো জানতে পারবেন।
সৌদি আরবে চলচ্চিত্রটি নির্মাণে কাজ করার জন্যে ন্যান্সি দেশটির ভিসা পাবেন বলে আশা করছেন। ওদিকে সৌদি আরবে সংস্কারের প্রতি সাধুবাদ জানিয়ে লিন্ডসে লোহান তার টুইট বার্তায় বলেছেন, এই অবিশ্বাস্য আন্দোলনে সবার সমর্থন করা উচিত। সৌদি নারী, দেশটির চলচ্চিত্র ও দর্শকদের জন্যে চমৎকার এক সময় অপেক্ষা করছে। সময়ের সাথে সাথে অনেক সৌদি নারী চলচ্চিত্র নির্মাণে যুক্ত হতে পারবেন।
লিন্ডসে লোহান শিশু শিল্পী হিসেবে ‘দি প্যারেন্ট ট্রাপ’, ‘ফ্রেকি ফ্রাইডে’ ও ‘মিয়ান গার্লস’এর মত চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি পান। সাম্প্রতিক সময়ে তিনি ইসলামের ওপর পড়াশুনাকরছেন। এমনকি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন এমন খবর প্রচার হলেও সরাসরি এ প্রসঙ্গে লিন্ডসে লোহান এখনো কিছু বলেননি। তবে তাকে স্কার্ফ পরিহিত অবস্থায় দেখা গেছে।
এ মাসের শুরুতে ৩১ বছরের সাবেক এই হলিউড তারকা দুবাইতে একটি দ্বীপ কিনে নিজের নামে নামকরণ করেন।
পাকিস্তানি হওয়ায় যত অপমান, কাঁদলেন পাক অভিনেত্রী

পাকিস্তানের অনেক অভিনেত্রীই ভারতের বলিউডে অভিনয় করেছেন। তাদের মধ্যে একজন সাবা কামার। বলিউড ছবিতে কাজ করতে গিয়ে খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছেন তিনি।
সম্প্রতি পাকিস্তানি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে নিজেই সে কথা ফাঁস করলেন এই পাক অভিনেত্রী। সাবা বলেন, আমরা নিজেদের মহান ভাবলেও বাস্তবটা আসলে খুব কঠিন।
ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে অভিনয় করেছেন সাবা কামার। স্বল্প বাজেটের এই ছবি বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। তবে ছবির জন্য বিদেশে শুটিংয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছে সাবার। পাকিস্তানি টিভি চ্যানেলে চোখে জল নিয়ে এই অভিনেত্রী বলেন, আমরা জর্জিয়ায় গিয়েছিলাম। বিমানবন্দরের নিরাপত্তা পেরিয়ে সহজে চলে যান ভারতের কলাকুশলীর। তবে আমরা কাছে পাকিস্তানি পাসর্পোট দেখেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। খুব অস্বস্তিতে পড়েছিলাম। শুধু পাকিস্তানি হওয়ার জন্যই আমরা সঙ্গে এমনটা করা হয়েছে।
তিনি আরো বলেন, সেদিন আমি উপলব্ধি করেছিলাম দেশের বাইরে কী ‘সম্মান’ আমরা পাই। বিশ্বে আমাদের অবস্থান কী। আমরা কোথায় দাঁড়িয়ে আছি। অনেক তদন্ত ও জবাবদিহি করার পর আমাকে যেতে দেয়া হয়েছিল। যেটা আমার জন্য খু্বই অস্বস্তিকর ছিল।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates