Monday, January 11, 2016
জিয়ার দলকে অবৈধ ঘোষণা করা দরকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করে সোনার বাংলা উপহার দেওয়াই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। তিনি ১০ জানুয়ারি আপন মাটিতে ফিরে এসেছিলেন। বাঙালির ইতিহাসে এই দিনটি একটি ঐতিহাসিক দিন। তিনি বলেন, দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ১৬ ডিসেম্বর যৌথবাহিনীর কাছে সোহরাওয়ার্দী ময়দানে পাক হানাদাররা আত্মসমর্পন করে। বাংলাদেশ স্বাধীন হয়। ১০ ডিসেম্বর থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি, বাংলাদেশের স্বাধীনতা যেন অপূর্ণ ছিল। বঙ্গবন্ধু দেশে ফিরলেই সেই স্বাধীনতা পূর্ণ হয়। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সোমবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সামরিক কর্মকর্তা জিয়াউর রহমান ক্ষমতায় এসে যে দল গঠন করেছিলেন, সেটি অবৈধ ঘোষণা করা দরকার।’ প্রধানমন্ত্রী শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘আপনারা যদি সচিব পদমর্যাদা চান, তাহলে চাকরি ছেড়ে দিয়ে পিএসসি থেকে পরীক্ষা দিয়ে সচিব হয়ে যান।’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment