Social Icons

Sunday, January 10, 2016

২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে ইউরোপ

সেই ১৯৬৯ সালে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র (নাসা) চাঁদে মানুষ পাঠিয়েছিল। তারপর এতগুলো বছর কেটে গেল, কিন্ত নাসাসহ অন্যান্য মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান আর চাঁদ নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করেনি। মহাকাশ গবেষকদের সব গবেষণাই এখন যেন ঘুরপাক খাচ্ছে মঙ্গল গ্রহকে নিয়ে। 

কিন্ত সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) জানিয়েছে, তারা ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠাবার পরিকল্পনা নিয়ে কাজ করছে। আর এই খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি ও লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ড।

ইএসএের ওয়েবসাইটে সম্প্রতি পোস্ট করা এক ভিডিও থেকে তাদের এই পরিকল্পনার কথা জানা যায়। প্রাথমিকভাবে চাঁদে রোবট পাঠানোর পরিকল্পনা করেছেন সংস্থাটির কর্মকর্তারা। 

সংস্থাটির ওয়েবসাইটে আরো বলা হয়েছে, ২০২০ সালের মধ্যেই রোবটগুলোর সাথে চাঁদের কক্ষপথে অবস্থানরত নভোচারীদের যোগাযোগ পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে। এরপর চাঁদে গড়ে তোলা হবে প্রয়োজনীয় অবকাঠামো, যা চাঁদে মানুষের বসবাস ও পরবর্তী গবেষণার কাজ চালিয়ে যেতে সহায়তা করবে।

ইএসএর ভাষ্যমতে, চাঁদে গড়ে তোলা তাঁদের গবেষণাগার বিশ্বের যেকোনো দেশের গবেষকরা ব্যবহার করতে পারবেন। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates