এথেন্স: গ্রিসের বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে মামলা করতে যাচ্ছেন ম্যান্ডেলার স্ট্রবেরি খামারে নির্যাতনের শিকার হওয়া ৪২ বাংলাদেশি শ্রমিক।
মানবপাচার ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে ম্যান্ডেলার স্ট্রবেরি খামারে নির্যাতনের শিকার হওয়া এ শ্রমিকরা দেশটির বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন।
ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটসের অনুচ্ছেদ-৪ লঙ্ঘণের দায়ে এ প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত গ্রিসের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। ওই অনুচ্ছেদে দাসত্ব ও জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশের এ শ্রমিকরা গ্রিসের উত্তরাঞ্চলীয় পেলোপনেসের ম্যান্ডোলায় একটি স্ট্রবেরি খামারে কাজ করতেন। ২০১৩ সালের এপ্রিলে তাদের বিষয়টি সর্বপ্রথম জনসম্মুখে আসে।
৩০ জন অভিবাসী শ্রমিক অভিযোগ করেন, ছয় মাস ধরে বেতন না পাওয়ায় স্ট্রবেরি খামারের মালিকের কাছে অভিযোগ জানাতে গেলে, তাদের গুলি করা হয়। এর পর তদন্তে বের হয়ে আসে খামারটিতে অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়ার বিষয়টি।
এ ঘটনা ছাড়াও আরো বিভিন্ন কারণে গ্রিসকে রাষ্ট্র হিসেবে মানব পাচার ঠেকানো ও ভুক্তভোগী শ্রমিকদের নিয়োগকর্তাকে শাস্তি দিতে ব্যর্থ হওয়ার দায়ে অভিযোগ করা হচ্ছিল।
এর আগে ২০১৪ সালে গ্রিসের একটি আদালত আসামিদের মানবপাচারের সব অভিযোগ থেকে নিষ্কৃতি দেয়।
অবশেষে, এবার গ্রিসের বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার আদালতেই মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ভুক্তভোগী বাংলাদেশি শ্রমিকরা।
দ্য কাউন্সিল অব রিফিউজিস ইন গ্রিস নামে একটি সংগঠন জানিয়েছে, ইউরোপিয়ান মানবাধিকার আদালত ২০ জানুয়ারির পর মামলাটি গ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র: দ্য গ্রিক রিপোর্টার
Sunday, January 10, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment